নয়াদিল্লি: দেশজুড়ে আপাতত চর্চার কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরির বাজারে একটা অস্থিরতা। রোবট দুনিয়ার ‘আস্ফালনে’ কি শেষমেশ চলে যাবে চাকরিটা? এই নিয়ে সাধারণের মনে সর্বক্ষণ দোটানা। এদিকে আর দিন পাঁচেক পরে বাজেট পেশ। ফলত, প্রশ্ন উঠছে চলতি বছর বাজেটে কি জায়গা পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা? প্রশ্ন রয়েছে, তবে উত্তর আপাতত অধরা।
কিন্তু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের ফর্দে বিশেষ জায়গা পেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই বিশেষ জায়গা তৈরি করে দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে খোদ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক।
কী আর্জি জানিয়েছে তারা? সূত্র অনুযায়ী, দেশের মহানগরগুলিতে তথ্য প্রযুক্তি শিল্পকে বাড়তি গতি জোগাতে এআই ইনোভেশন হাব তৈরির প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। পাশাপাশি আরও জানা গিয়েছে, দেশের সরকারি কার্যালয় ও সেগুলির কাজকর্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করতে উদ্দ্যোগী কেন্দ্র। আর সেই উদ্দ্যোগই ধরা পড়তে পারে চলতি বছরের বাজেটে।
এছাড়াও, দেশের যুব প্রজন্মের মনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হওয়া অস্থিরতাকেও মুছে দিতে চায় কেন্দ্রীয় সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখে একাধিক এআই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের কথাও বাজেট পর্ব থেকে ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।
গত বছরের বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা?
২০২৪ অর্থবর্ষের বাজেটেও জায়গা পেয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। সে বছর ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের জন্য ১০ হাজার ৩০০ কোটি টাকা ধার্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।