Ram Temple: রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যার জন্য বিশেষ প্ল্যান সরকারের, চলবে ১০০টি স্পেশাল ট্রেন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 22, 2023 | 2:04 AM

Ayodhya: রাম মন্দিরকে কেন্দ্র করে নতুনভাবে সেজে উঠছে অযোধ্যা। আগামী বছরের জানুয়ারিতে রাম মন্দির তৈরির কাজ সম্পন্ন হবে। বিগ্রহ প্রতিষ্ঠার দিনও স্থির হয়ে গিয়েছে। আর রাম মন্দিরের দ্বার খুললেই দেশ-বিদেশ থেকে ভক্তবৃন্দ যে সেখানে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

Ram Temple: রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যার জন্য বিশেষ প্ল্যান সরকারের, চলবে ১০০টি স্পেশাল ট্রেন
অযোধ্যার রাম মন্দির।

Follow Us

অযোধ্যা: রাম মন্দিরকে (Rsm Temple) কেন্দ্র করে নতুনভাবে সেজে উঠছে অযোধ্যা। আগামী বছরের জানুয়ারিতে রাম মন্দির তৈরির কাজ সম্পন্ন হবে। বিগ্রহ প্রতিষ্ঠার দিনও স্থির হয়ে গিয়েছে। আর রাম মন্দিরের দ্বার খুললেই দেশ-বিদেশ থেকে ভক্তবৃন্দ যে সেখানে আসবে তা বলার অপেক্ষা রাখে না। তাই দেশ-বিদেশের ভক্তবৃন্দের রাম মন্দিরে আসতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য অযোধ্যার (Ayodhya) সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করার ব্যাপারে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এবার অযোধ্যায় রেলস্টেশন করে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

অযোধ্যায় রেলওয়ে স্টেশন

রাম মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরই অযোধ্যায় রেলস্টেশন তৈরির কাজ শুরু হবে। মন্দিরের পাশেই স্টেশন হবে। ইতিমধ্যে রেলস্টেশন তৈরির রূপরেখা থেকে বাজেট ধার্য করাহয়েছে। দুটি পর্যায়ে স্টেশন তৈরির কাজ শুরু হবে।

স্টেশনের রূপরেখা

অযোধ্যায় রেলস্টেশনে ৬টি প্ল্যাটফর্ম করার ভাবনা রয়েছে। স্টেশনের গেট কে পাস পুরুষোত্তম ভগবান শ্রীরামের মূর্তি করা হবে। সেনেটিং লাউঞ্জ করার প্ল্যান আছে।
আর স্টেশনের ভিতরে এবং বাইরে ১২টি লিফট, ১৪টি এস্কেলেটার, ফুড প্লাজা, পূজার দোকানে, ক্লক রুম এবং ডরমেট্রি প্লেন রিটায়ারিং রুমস হবে।

স্পেশাল ট্রেন

রাম মন্দিরের অনুষ্ঠানের সময় অযোধ্যার জন্য ১০০টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে অযোধ্যা স্টেশনের সঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে সংযোগকারী ট্রেন চালানো হবে।

Next Article