নয়া দিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলেন বক্তব্য ২০২২ এও মোবাইল কল আর অন্যান্য পরিষেবার দাম বাড়বে। কোম্পানির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে এয়ারটেল এই রিচার্জের দাম বাড়ানোর ব্যাপারে নেতৃত্ব দিতে কোনও সংকোচ করবে না। কোম্পানির লক্ষ্য প্রতি গ্রাহক গড় রাজস্ব (Average revenue per account) ২০০ টাকায় পৌঁছনো। প্রসঙ্গত গত বছর নভেম্বরেই এয়ারটেল সবার প্রথম মোবাইল কল ও অন্যান্য পরিষেবার দাম ১৮ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। এয়ারটেলের পর রিলায়েন্স জিও আর ভোডাফোন আইডিয়াও নিজেদের কল রেট আর অন্যান্য পরিষেবার দাম বাড়িয়েছিল।
আগামী ৩-৪ মাস পর্যন্ত বাড়বে না দাম
ভারতী এয়ারটেলের ভারত আর দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোপাল বিট্টল বলেন, ‘আমার মনে হয় যে ২০২২ এ শুল্ক বাড়বে। তবে এই বৃদ্ধি আগামী তিন-চার মাসের মধ্যে হবে না। এখন সিমের বিক্রিতে গতি আসার অপেক্ষা করা হচ্ছে। আমার আশা যে পরের লটের শুল্ক বাড়বে। তবে এটা প্রতিদ্বন্দ্বীরা ঠিক করবে। আগের মতো আমরা এবারও শুল্ক বাড়ানোর নেতৃত্ব দিতে কোনও সংকোচ করব না।’
ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির লাভ কম হয়েছে
কোম্পানির ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করার সময় গোপাল বিট্টল এই কথা বলেন। ভারতী এয়ারটেলের ডিসেম্বর ত্রৈমাসিকের সমন্বিত প্রধান মুনাফা ২.৮ শতাংশ কমে ৮৩০ কোটি টাকা হয়েছে। তবে এই ত্রৈমাসিকে কোম্পানির সমন্বিত আয় ১২.৬ শতাংশ বেড়ে ২৯,৮৬৭ কোটি টাকা হয়ে ছিল। গোপান বিট্টল আরও বলেন, ‘আশা রয়েছে যে আমাদের এআরপিএ ২০২২ এই ২০০ টাকায় পৌঁছে যাবে। আগামী কিছু বছরে আমরা এটি ৩০০ টাকায় পৌঁছনোর আশা রাখি।’
১৮.১ শতাংশ বেড়েছে ৪জি গ্রাহক সংখ্যা
ডিসেম্বর ২০২১ ত্রৈমাসিকে এয়ারটেলের ভারতে ৪জি গ্রাহক সংখ্যা বাৎসরিক ভিত্তিতে ১৮.১ শতাংশ বেড়ে ১৯.৫ কোটি হয়েছে। এক বছর আগের ত্রৈমাসিকে এই সংখ্যা ছিল ১৬.৫৬ কোটি। ভারতে এয়ারটেলের নেটওয়ার্কে গ্রাহক প্রতি ডেটার ব্যবহার ১১.৭ শতাংশ বেড়ে ১৬.৩৭ গিগাবাইট থেকে ১৮.২৮ গিগাবাইট হয়েছে। গোপাল বিট্টল বলেছেন যে কোম্পানি উপকরণের আপডেশন, নেটওয়ার্ক আর ক্লাউড ব্যবসায় ৩০ কোটি ডলার অর্থাৎ ২,২৫০ কোটি টাকা খরচ করবে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
নয়া দিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলেন বক্তব্য ২০২২ এও মোবাইল কল আর অন্যান্য পরিষেবার দাম বাড়বে। কোম্পানির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে এয়ারটেল এই রিচার্জের দাম বাড়ানোর ব্যাপারে নেতৃত্ব দিতে কোনও সংকোচ করবে না। কোম্পানির লক্ষ্য প্রতি গ্রাহক গড় রাজস্ব (Average revenue per account) ২০০ টাকায় পৌঁছনো। প্রসঙ্গত গত বছর নভেম্বরেই এয়ারটেল সবার প্রথম মোবাইল কল ও অন্যান্য পরিষেবার দাম ১৮ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। এয়ারটেলের পর রিলায়েন্স জিও আর ভোডাফোন আইডিয়াও নিজেদের কল রেট আর অন্যান্য পরিষেবার দাম বাড়িয়েছিল।
আগামী ৩-৪ মাস পর্যন্ত বাড়বে না দাম
ভারতী এয়ারটেলের ভারত আর দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোপাল বিট্টল বলেন, ‘আমার মনে হয় যে ২০২২ এ শুল্ক বাড়বে। তবে এই বৃদ্ধি আগামী তিন-চার মাসের মধ্যে হবে না। এখন সিমের বিক্রিতে গতি আসার অপেক্ষা করা হচ্ছে। আমার আশা যে পরের লটের শুল্ক বাড়বে। তবে এটা প্রতিদ্বন্দ্বীরা ঠিক করবে। আগের মতো আমরা এবারও শুল্ক বাড়ানোর নেতৃত্ব দিতে কোনও সংকোচ করব না।’
ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির লাভ কম হয়েছে
কোম্পানির ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করার সময় গোপাল বিট্টল এই কথা বলেন। ভারতী এয়ারটেলের ডিসেম্বর ত্রৈমাসিকের সমন্বিত প্রধান মুনাফা ২.৮ শতাংশ কমে ৮৩০ কোটি টাকা হয়েছে। তবে এই ত্রৈমাসিকে কোম্পানির সমন্বিত আয় ১২.৬ শতাংশ বেড়ে ২৯,৮৬৭ কোটি টাকা হয়ে ছিল। গোপান বিট্টল আরও বলেন, ‘আশা রয়েছে যে আমাদের এআরপিএ ২০২২ এই ২০০ টাকায় পৌঁছে যাবে। আগামী কিছু বছরে আমরা এটি ৩০০ টাকায় পৌঁছনোর আশা রাখি।’
১৮.১ শতাংশ বেড়েছে ৪জি গ্রাহক সংখ্যা
ডিসেম্বর ২০২১ ত্রৈমাসিকে এয়ারটেলের ভারতে ৪জি গ্রাহক সংখ্যা বাৎসরিক ভিত্তিতে ১৮.১ শতাংশ বেড়ে ১৯.৫ কোটি হয়েছে। এক বছর আগের ত্রৈমাসিকে এই সংখ্যা ছিল ১৬.৫৬ কোটি। ভারতে এয়ারটেলের নেটওয়ার্কে গ্রাহক প্রতি ডেটার ব্যবহার ১১.৭ শতাংশ বেড়ে ১৬.৩৭ গিগাবাইট থেকে ১৮.২৮ গিগাবাইট হয়েছে। গোপাল বিট্টল বলেছেন যে কোম্পানি উপকরণের আপডেশন, নেটওয়ার্ক আর ক্লাউড ব্যবসায় ৩০ কোটি ডলার অর্থাৎ ২,২৫০ কোটি টাকা খরচ করবে।