Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Market Crisis: ৬ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ, বাংলাদেশের বাজারে হাহাকার!

Bangladesh Crisis: অগস্ট মাসে দেশ ত্যাগ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ক্রমাগতই পড়েছে সে দেশের বাজার। এখনও ঘুরে দাঁড়ানোর মতো কোনও আশার আলো দেখাতে পারছে না সে দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

Bangladesh Market Crisis: ৬ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ, বাংলাদেশের বাজারে হাহাকার!
Follow Us:
| Updated on: Feb 11, 2025 | 9:10 PM

বিদেশি বিনিয়োগকারীরা ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের বাজার থেকে। চলতি অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় কমেছে ৭১ শতাংশ। বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের একটি তথ্য বলছে, গত অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছিল প্রায় ৭৪ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছে ২১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলারের।

চলতি বছরে বাংলাদেশের বাজারে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। অগস্ট মাসে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ক্রমাগতই পড়েছে সে দেশের বাজার। এখনও ঘুরে দাঁড়ানোর মতো কোনও আশার আলো দেখাতে পারছে না দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে সে দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোনও আশার আলো দেখা যাচ্ছে না। বাংলাদেশে ব্যবসার পরিবেশে তেমন কোনও উন্নতি হয়নি বলে মনে করছে ওই সংবাদমাধ্যম। আর এই সব কারণেই বিদেশি বিনিয়োগ কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পদ্মাপারের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্মানিক ফেলো মোস্তাফিজুর রহমান মনে করছেন, ব্যবসা করার ক্ষেত্রে বাংলাদেশের একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। এ ছাড়াও তিনি বলছেন দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কথাও। আর সেই কারণেই যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে না, এই বিষয়টা স্পষ্ট করেছেন তিনি।

নতুন বিনিয়োগও যে বাড়ছে না সে দেশে তা স্পষ্ট করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের একটি প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতি বছর ১৫০ কোটি ডলারের মতো বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। যদিও তথ্য বলছে এর মধ্যে নতুন বিনিয়োগের পরিমাণ মাত্র ৬৬ কোটি ডলার।