AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holidays in February 2023: ফেব্রুয়ারিতে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, একবার চোখ বুলিয়ে নিন তালিকায়

Bank Holidays in February 2023: ফেব্রুয়ারিতে মোট ১০ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। এর মধ্যে শনিবার ও রবিবারও রয়েছে।

Bank Holidays in February 2023: ফেব্রুয়ারিতে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, একবার চোখ বুলিয়ে নিন তালিকায়
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 1:49 PM
Share

জানুয়ারি মাস শেষ হতেই চলেছে। ফেব্রুয়ারি শুরু হতে আর কয়েকদিন বাকি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে দেশের ব্যাঙ্কগুলির জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমানে অনেক ব্যাঙ্কিং পরিষেবাই অনলাইনে হয়ে যায়। তবে কোনও কোনও পরিষেবার জন্য় ব্যাঙ্কের দ্বারস্থ হতেই হয়। পেনশন তোলা, পাসবুক আপডেট করার জন্য অনেকেই ব্যাঙ্কে গিয়ে থাকেন। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে একবার ছুটির তালিকায় চোখ বুলিয়ে যাওয়া জরুরি।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী মোট ১০ দিন বন্ধ থাকবে। এর মধ্যে উৎসবের দিন ও সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে ব্যাঙ্কের কাজকর্ম করতে যান সবাই। তাই ব্যাঙ্কের দোরগোড়া থেকে কেন ফিরে আসবেন? একবার ছুটির তালিকায় চোখ বুলিয়েই বাড়ি থেকে বের হন নাহয়।

এক নজরে দেখে নিন ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা:

৫ ফেব্রুয়ারি, ২০২৩: প্রথম রবিবার – (সারা ভারত)

১১ ফেব্রুয়ারি, ২০২৩: দ্বিতীয় শনিবার – (সারা ভারত)

১২ ফেব্রুয়ারি,২০২৩: দ্বিতীয় রবিবার – (সারা ভারত)

১৫ ফেব্রুয়ারি,২০২৩: লুই-এনগাই-নি – (হায়দরাবাদ)

১৮ ফেব্রুয়ারি,২০২৩: মহাশিবরাত্রি – (আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরম)

১৯ ফেব্রুয়ারি,২০২৩ : তৃতীয় রবিবার – (সারা ভারত)

২০ ফেব্রুয়ারি,২০২৩: রাজ্য দিবস – (আইজ়ল)

২১ ফেব্রুয়ারি, ২০২৩: লোসার – (গ্যাংটক)

২৫ ফেব্রুয়ারি, ২০২৩: তৃতীয় শনিবার – (সারা ভারত)

২৬ ফেব্রুয়ারি, ২০২৩: তৃতীয় রবিবার – (সারা ভারত)

তবে এই ১০ দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকলেও অন্যান্য় অনলাইন পরিষেবা চালু থাকবে। এটিএম, অনলাইন লেনদেন, ইউপিআই সহ একাধিক পরিষেবা ছুটির দিনেও পাবেন ব্যাঙ্কের গ্রাহকরা।