Bank Strike: বড়সড় ধর্মঘটে নামছেন কর্মীরা, টানা ৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক
Bank Holiday: ব্যাঙ্ক কর্মীরা চান, সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস করা হোক। অর্থাৎ সপ্তাহে পাঁচদিন অফিস, শনি-রবিবার বন্ধ থাকবে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস হলে, কাজের চাপ অনেকটা কমবে, বাড়বে কর্ম দক্ষতা। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিষ্ঠানই সপ্তাহে পাঁচদিন অফিস হয়, দুই দিন ছুটি থাকে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি, স্টক মার্কেটও পাঁচ দিন চালু থাকে।

নয়া দিল্লি: ব্যাঙ্কে কোনও দরকারি কাজ আছে আপনার? তাহলে আজই সেই কাজ সেরে নিন। নাহলে পরের সপ্তাহে অনেকদিনই অপেক্ষা করতে হতে পারে দরকারি কাজ শেষ করার জন্য। আগামী সপ্তাহে একটানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। কেন জানেন?
ব্যাঙ্কের কর্মীরা ফের একবার ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মাসের চতুর্থ শনিবার আগামী ২৪ জানুয়ারি। সেই কারণে ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরে ২৭ তারিখ যেহেতু ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে, সেই কারণে ওই দিনও ব্যাঙ্কের কাজ প্রভাবিত হবে।
কেন এই ধর্মঘট?
ব্যাঙ্ক কর্মীরা চান, সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস করা হোক। অর্থাৎ সপ্তাহে পাঁচদিন অফিস, শনি-রবিবার বন্ধ থাকবে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস হলে, কাজের চাপ অনেকটা কমবে, বাড়বে কর্ম দক্ষতা। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিষ্ঠানই সপ্তাহে পাঁচদিন অফিস হয়, দুই দিন ছুটি থাকে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি, স্টক মার্কেটও পাঁচ দিন চালু থাকে। ব্যাঙ্ক কর্মীরাও একইভাবে পাঁচদিন অফিস, দুইদিন ছুটি চান।
তবে ২৭ জানুয়ারি ধর্মঘটের কারণে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ রাখা হবে, এমনটা নয়। যাতে ধর্মঘটের কারণে কাজে প্রভাব না পড়ে, তার জন্য সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে কাজ করার প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন।
