Health Insurance: যত বেশি ঘাম ঝরাবেন, তত কম খরচে মিলবে স্বাস্থ্য বীমা
Health Insurance: যে সব সংস্থা স্বাস্থ্য বীমা বিক্রি করছে, তাঁরা আপনার বীমার প্রিমিয়াম কত হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ফিটনেস পরীক্ষা করে দেখবে।
নয়া দিল্লি: করোনার বাড়বাড়ন্ত হওয়ার পর থেকে মানুষের মধ্যে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বেড়েছে। স্বাস্থ্য বীমার গুরুত্ব আরও বেশি করে বুঝতে পেরেছে মানুষ। স্বাস্থ্য বীমা করানোর প্রতি ঝোঁকও বেড়েছে। স্বাস্থ্য বীমা করানোর দুটি উপকারিতা আছে। প্রথমত, আপনার গুরুতর কোনও শারীরিক অসুস্থতা হলে, কঠিন মুহূর্তে এটি আপনাকে আর্থিকভাবে মনে সাহস দেবে। আর দ্বিতীয়ত, আয়করে ছাড়ের ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায়। তবে আপনি কি জানেন, ওজন ঝরাতে পারলে আপনি স্বাস্থ্য বীমা কেনার ক্ষেত্রে বাড়তি লাভ পাবেন? কেমন সুবিধা? সোজা কথায় বলতে গেলে, আপনি যত ঘাম ঝরাবেন, স্বাস্থ্য বীমার জন্য প্রিমিয়াম তত কমবে।
কারণ, আপনি যত ঘাম ঝরাবেন, তত ফিট থাকবেন। আর যে সব সংস্থা স্বাস্থ্য বীমা বিক্রি করছে, তাঁরা আপনার বীমার প্রিমিয়াম কত হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ফিটনেস পরীক্ষা করে দেখবে। সাধারণত অনেক সংস্থা বীমা বিক্রি করার সময় আপনার বিএমআই কত, ধূমপানের অভ্যেস রয়েছে কি না, কিংবা মাদকাসকক্তি রয়েছে কি না… সেসব পরীক্ষা করে দেখে নেয়। এর উপর নির্ভর করে আপনার স্বাস্থ্য বীমার প্রিমিয়াম কত হবে।
তাই, আপনার শরীর যদি ফিট থাকে, তাহলে আপনার বীমার প্রিমিয়াম অনেকটা কম হবে। সাধারণত বিএমআই পরীক্ষার মাধ্যমে আপনার স্থূলতা রয়েছে কি না, তা বোঝা যায়। আপনার উচ্চতা এবং ওজনের ভিত্তিতে বিএমআই কাউন্ট স্থির হয়। যদি আপনার বিএমআই ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকে, তার মানে আপনার ওজন ঠিকঠাক রয়েছে। আর বিএমআই যদি ২৫এর বেশি হয় তার মানে ওজন স্বাভাবিকের থেকে বেশি। আর ৩০-এর উপরে হয়ে গেলে, আপনি যথেষ্ট মোটা হয়ে যাচ্ছেন। তাই স্বাস্থ্য বীমা কেনার আগে নিজের বিএমআই মাপান। যদি মনে করেন, একটু কসরত করুন। ওজন ঝরান।
কারণ আজকের দিনে বেশিরভাগ কোম্পানিই স্বাস্থ্য বীমা দেওয়ার সময়ে যাঁদের ওজন বেশি, তাঁদের থেকে বেশি প্রিমিয়াম নেয়। কারণ, তাঁদের হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যার প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে ফিটনেসকে একটু গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে ধরে বীমা সংস্থাগুলি। আজকের দিকে যে যত বেশি ফিট, তাঁর স্বাস্থ্য বীমায় প্রিমিয়ামে তত বেশি ছাড়।