AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI-তে আসতে চলেছে বড় বদল, বন্ধ হতে চলেছে এই পরিষেবা! কতটা অসুবিধা হবে আপনার?

Unified Payment Interface: ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ১ অক্টোবর থেকে পিয়ার টু পিয়ার কালেক্ট-রিকোয়েস্ট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে NCPI। এই বিষয়ে তারা ব্যাঙ্ক ও বিভিন্ন পেমেন্ট অ্যাপগুলোকে নির্দেশ দিয়েছে।

UPI-তে আসতে চলেছে বড় বদল, বন্ধ হতে চলেছে এই পরিষেবা! কতটা অসুবিধা হবে আপনার?
ফাইল চিত্র।
| Updated on: Aug 15, 2025 | 12:45 PM
Share

বর্তমানে ভারতের মহানগর থেকে গ্রাম, সর্বত্র পেমেন্ট সিস্টেম হয়ে গিয়েছে ডিজিটাল। আর এই ডিজিটাল পেমেন্টের সর্বাগ্রে রয়েছে ইউপিআই। ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস পরিচালনা করে যে সংস্থা, সেই এনসিপিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ১ অক্টোবর থেকে পিয়ার টু পিয়ার কালেক্ট-রিকোয়েস্ট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। এই বিষয়ে তারা ব্যাঙ্ক ও বিভিন্ন পেমেন্ট অ্যাপগুলোকে নির্দেশ দিয়েছে।

এই ফিচারের মাধ্যমে কীভাবে জালিয়াতি হত? ইউপিআই ব্যবহারকারী গ্রাহকদের মানি রিকোয়েস্ট পাঠাত জালিয়াতরা। তারপর কোনও ব্যবহারকারী ভুল করে সেই রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করে ফেললেই সমস্যা, অ্যাকাউন্ট থেকে কেটে যেত টাকা। আগে এই ধরনের জালিয়াতি ঘনঘন হত, আর সেই কারণেই এনসিপিআই রিকোয়েস্টের মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা করে দিয়েছিল। আর নতুন এই নির্দেশিকা কার্যকরী হলে রিকোয়েস্টের মাধ্যমে কোনও টাকাই নেওয়া যাবে না।

তবে, ব্যক্তিগত ইউপিআই অ্যাকাউন্ট থেকে এই লেনদেন বন্ধ হলেও মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এই ধরণের লেনদেন চালু থাকবে। কোনও গ্রাহক কোনও ই-কমার্স সাইটে বা অ্যাপে পেমেন্ট করার চেষ্টা করেন তখন এই কালেক্ট ফিচারের মাধ্যমেই ওই ই-কমার্স সংস্থা পেমেন্ট গ্রহণ করে।