পেনশন তহবিল নিয়ন্ত্রক পিএফআরডিএ-এর (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি) সঙ্গে মিলে ব্যাঙ্ক অব ইন্ডিয়া শুক্রবার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা তাঁদের মোবাইল ফোন থেকেই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একটি কিউআর কোডের (OR Code) মাধ্যমে গ্রাহকরা কোনও ঝামেলা ছাড়াই এনপিএস-এ নথিভুক্ত করতে পারবেন নিজেদের নাম। এই প্ল্যাটফর্ম নির্মাণে ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে সাহায্য করেছে কে-ফিনটেক।
QR কোড স্ক্যান করলে এনপিএস অ্যাকাউন্ট খোলার ওয়েব পেজ খুলে যাবে। সেখানে গিয়ে একজন আবেদনকারীকে ডিজিলকার থেকে ছবি এবং অন্যান্য নথি আপলোড করতে হবে এবং আধার নম্বর দিতে হবে। পিএফআরডিএ চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়, ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি তথা সিইও একে দাস এবং ব্যাঙ্কের নির্বাহী পরিচালক স্বরূপ দাশগুপ্তের উপস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন হয়৷ নয়া ডিজিটাল প্ল্যাটফর্মে QR কোডের মাধ্যমে এনপিএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া খুবই সহজ এবং দ্রুত। তাছাড়া কোনও কাগজ ছাড়াই গ্রাহকরা মাত্র কয়েকটি ক্লিকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পিএফআরডিএ চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বিশ্বাস করি যে ব্যাঙ্কের এই ডিজিটাল উদ্যোগ আমাদের পেনশনভোগী সমাজের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গতি আনবে এবং আমাদের প্রচেষ্টাকে সার্থক করবে।’
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি একে দাসের মতে, কে-ফিনটেকের সঙ্গে পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রযুক্তিগত একীকরণ এনপিএস সাবস্ক্রিপশন প্রক্রিয়াটিকে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করেছে এবং এটি এনপিএসের বৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। কে-ফিনটেক SaaS (সফ্টওয়্যার পরিষেবা) ভিত্তিক এন্ড-টু-এন্ড লেনদেন পরিচালনা, চ্যানেল পরিচালনা এবং সমস্যা সমাধান করবে। এই সেগমেন্ট জুড়ে সম্পদ পরিচালকদের পাশাপাশি বিশ্বব্যাপী আউটসোর্সিং পরিষেবা, ডেটা বিশ্লেষণ এবং অন্যান্য বিভিন্ন ডিজিটাল পরিষেবা সরবরাহ করে থাকে এই সংস্থা।