Patanjali: একের বদলে দুই! কবে মিলবে পতঞ্জলির ‘ফ্রি-শেয়ার’? প্রকাশ্য়ে দিনক্ষণ
Patanjali: তবে শুধুই বোনাস শেয়ারই নয়। এই সময়কালেই বিনিয়োগকারীদের হাতে তাদের পাওনার ডিভিডেন্ডটাও তুলে দিতে চায় পতঞ্জলি ফুডস লিমিটেড। জানা গিয়েছে, আগামী ৩রা সেপ্টেম্বর সংস্থার শেয়ারে লগ্নিকারীদের ডিভিডেন্ড প্রদান করা হবে সংস্থার তরফে। কিন্তু কত টাকা ডিভিডেন্ড পেতে চলেছেন বিনিয়োগকারীরা?

নয়াদিল্লি: একটা নিলে দু’টো বিনামূল্যে। এই ঘোষণা আগেই করেছিল পতঞ্জলি। সংস্থা জানিয়ে দিয়েছিল যে খুব শীঘ্রই বিনিয়োগকারীদের হাতে বোনাস শেয়ার তুলে দেবে তারা। কিন্তু কবে মিলবে সেই বোনাস শেয়ার, তা নিয়ে বিশেষ কিছু জানায়নি পতঞ্জলি। অবশেষে সেই ঘোষণাটাও করে দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার পতঞ্জলি জানিয়েছে, তাদের পতঞ্জলি ফুডস লিমিটেডের একটিও শেয়ার যদি কারওর কাছে থাকে, তা হলে আগামী মাসেই নির্দিষ্ট তারিখের পর সেটি হয়ে যাবে তিনটি শেয়ার। অর্থাৎ এক এর বদলে মিলবে দুই। তবে সেই বাম্পার অফার কোন তারিখে পাওয়া যাবে? সংস্থা সূত্রে খবর, সামনের মাসের ১১ তারিখেই এই দু’টি করে শেয়ার হাতে পেয়ে যাবেন লগ্নিকারীরা।
তবে শুধুই বোনাস শেয়ারই নয়। এই সময়কালেই বিনিয়োগকারীদের হাতে তাদের পাওনার ডিভিডেন্ডটাও তুলে দিতে চায় পতঞ্জলি ফুডস লিমিটেড। জানা গিয়েছে, আগামী ৩রা সেপ্টেম্বর সংস্থার শেয়ারে লগ্নিকারীদের ডিভিডেন্ড প্রদান করা হবে সংস্থার তরফে। কিন্তু কত টাকা ডিভিডেন্ড পেতে চলেছেন বিনিয়োগকারীরা? সূত্রে খবর, ১টা শেয়ারের পরিবর্তে ২ টাকা ডিভিডেন্ড মিলবে। অর্থাৎ কারওর কাছে ১০০টি শেয়ার থাকলে তিনি ডিভিডেন্ড হিসাবে ২০০ টাকা পেয়ে যাবেন। অবশ্য, একাংশ বলছেন, চলতি বছরের ডিভিডেন্ডের পরিমাণ বেশ কম। প্রথম বছরে পতঞ্জলি শেয়ার হোল্ডারদের হাতে ৮ টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড তুলে দিয়েছিল। দ্বিতীয় বছর দিয়েছিল প্রায় ১৪ টাকা।
কেমন গেল দ্বিতীয় ত্রৈমাসিক?
জুন মাসটা ভালই গিয়েছে। এই দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৮ হাজার কোটি টাকা আয় হয়েছে সংস্থার। যেখানে গত বছর এই ত্রৈমাসিকে আয়ের পরিমাণ ছিল ৭ হাজার কোটি টাকা মতো। এছাড়াও, সংস্থার মুনাফা বৃদ্ধি পেয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

