AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No Cost EMI: দীপাবলির অফারে No Cost EMI-এ জিনিস কিনছেন? এই বিষয়ে না জানলে ফাঁপরে পড়বেন

Diwali Offer: নো কস্ট ইএমআই-এ প্রতি মাসে সম পরিমাণে টাকা দিতে হয়। ফলে আপাতচোখে মনে হয়, নো কস্ট ইএমআই-এ কোনও ইন্টারেস্ট বা সুদ দিতে হয় না। কিন্তু এই নো কস্ট ইএমআই-র মধ্য়ে লুকিয়ে থাকে একাধিক শর্ত, যা না জানা থাকলে পরে অতিরিক্ত টাকা খরচ করতে হতে পারে।

No Cost EMI: দীপাবলির অফারে No Cost EMI-এ জিনিস কিনছেন? এই বিষয়ে না জানলে ফাঁপরে পড়বেন
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 7:40 AM
Share

নয়া দিল্লি: কালীপুজো-দিওয়ালিতে চুটিয়ে কেনাকাটা করছেন? বর্তমানে একাধিক শপিং সাইট ‘নো-কস্ট ইএমআই’ (No Cost EMI)-র অফার দিচ্ছে। পকেটে টাকা না থাকলেও, কেনাকাটি করার সুযোগ থাকে এই অফারে। এতে আপনি জিনিস আগেই হাতে পেয়ে গেলেও,  টাকা পরে দিতে পারবেন। এর জন্য় অতিরিক্ত কোনও ইন্টারেস্ট বা সুদও দিতে হবে না। তবে নো কস্ট ইএমআই-এ জিনিস কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন।

নো কস্ট ইএমআই-এ প্রতি মাসে সম পরিমাণে টাকা দিতে হয়। ফলে আপাতচোখে মনে হয়, নো কস্ট ইএমআই-এ কোনও ইন্টারেস্ট বা সুদ দিতে হয় না। কিন্তু এই নো কস্ট ইএমআই-র মধ্য়ে লুকিয়ে থাকে একাধিক শর্ত, যা না জানা থাকলে পরে অতিরিক্ত টাকা খরচ করতে হতে পারে।

নো কস্ট ইএমআই-র গোপন কথা-

টার্মস অ্য়ান্ড কন্ডিশন- নো-কস্ট ইএমআই অফারে কোনও জিনিস কেনার আগে অবশ্যই এর শর্তগুলি পড়ে রাখা জরুরি। এতে আপনাকে পরবর্তী সময়ে অতিরিক্ত টাকা দিতে হবে না।

যোগ্যতা– কোনও জিনিস কেনার আগে আপনি আদৌ সেই জিনিসে নো-কস্ট ইএমআই পাবেন কি না, তা জেনে নিন। নো কস্ট ইএমআই পাওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তা পূরণ হচ্ছে কি না, তাও দেখে নিন। এক্ষেত্রে নজরে রাখা হয় ক্রেডিট স্কোর, ন্য়ূনতম লেনদেন বা ট্রানজাকশন অঙ্ক এবং ইএমআই-র মেয়াদ।

সঠিক মেয়াদ বেছে নিন- কত মাসে আপনি ইএমআই মেটাবেন, তা সঠিকভাবে বেছে নিন। লম্বা মেয়াদে আপনার ইএমআই-র অঙ্ক কম হয়, স্বল্প মেয়াদে ইএমআই-র অঙ্ক বেশি হয়। আপনার কোনটায় সুবিধা, সেই অনুযায়ী ইএমআই-র মেয়াদ বাছুন।