Cash Deposit Rule: বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদ জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? এই তথ্য না জমা দিলে খোয়াতে পারেন সর্বস্ব

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 19, 2022 | 8:30 AM

Cash Deposit Rule: নতুন নিয়ম অনুযায়ী, এক বা একাধিক ব্য়াঙ্কে যদি বড় অঙ্কের অর্থ জমা বা তোলা হয়, সেক্ষেত্রে প্যান ডিটেইলস জমা দেওয়া বাধ্যতামূলক।

Cash Deposit Rule: বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদ জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? এই তথ্য না জমা দিলে খোয়াতে পারেন সর্বস্ব
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: বেআইনি আর্থিক লেনদেন রুখতে এবার আরও তৎপর হল কেন্দ্র। এক ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে যারা সরকারের চোখে ধুলো দিতে চান, এবার তাদের জব্দ করতে নতুন নিয়ম আনা হল। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদ ডিপোজিটের ক্ষেত্রে প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমনকি জমা  রাখা অর্থের উপরে ১০০ শতাংশ জরিমানাও বসানো হতে পারে।

সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেসের নতুন নিয়ম অনুযায়ী, যে ব্যক্তিই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ২০ লক্ষ টাকার বেশি ডিপোজিট করবেন, তাকে বাধ্যতামূলকভাবে প্য়ান কার্ড ও আধার কার্ড জমা দিতে হবে। আগে নিয়ম ছিল, যদি কোনও ব্যক্তি প্যান কার্ডের বিস্তারিত তথ্য জমা না দেন, তবে তার অ্যাকাউন্টে প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি ডিপোজিট করা যাবে না। এক্ষেত্রে বার্ষিক অর্থ জমা রাখার কোনও ঊর্ধ্বসীমা বেঁধে দেয়নি আয়কর বিভাগ। এবার সেই নিয়মেই পরিবর্তন আনা হল।

নতুন নিয়ম অনুযায়ী, এক বা একাধিক ব্য়াঙ্কে যদি বড় অঙ্কের অর্থ জমা বা তোলা হয়, সেক্ষেত্রে প্যান ডিটেইলস জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কোনও ব্য়ক্তির কাছে প্যান কার্ড না থাকে, তবে তাকে দৈনিক ৫০ হাজার টাকা বা বার্ষিক ২০ লক্ষ টাকা ডিপোজিট করার আগে অবশ্যই প্যান কার্ডের আবেদন করতে হবে।  আর্থিক প্রতারণা ও জালিয়াতি, বেআইনি লেনদেন ও টাকা সংক্রান্ত নানা অপরাধ বিগত কয়েক বছর ধরে যেভাবে বেড়ে চলেছে, তা নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালো টাকার লেনদেন রুখতে আয়কর আইন অনুযায়ী ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করা যায় না। ধরুন যদি আপনি ৩ লক্ষ টাকার সোনার গয়না কিনেছেন, সেক্ষেত্রে আপনাকে চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। যদি কোনও আত্মীয় আপনাকে টাকা পাঠান, তবে সেক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে। একই নিয়মের অধীনে একদিনে ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করা যায় না।

Next Article