EPFO Higher Pension Scheme: উচ্চ পেনশন স্কিমে আবেদনের সময়সীমা বাড়াল EPFO, কারা পাবেন সুবিধা?

EPFO Higher Pension Scheme: উচ্চ পেনশন স্কিমে আবেদনের সময়সীমা বাড়াল EPFO। ৩ মে পর্যন্ত করা যাবে আবেদন।

EPFO Higher Pension Scheme: উচ্চ পেনশন স্কিমে আবেদনের সময়সীমা বাড়াল EPFO, কারা পাবেন সুবিধা?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 6:18 PM

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্প্রতি কর্মীদের পেনশন স্কিমে কিছু পরিবর্তন এনেছে। নয়া পরিবর্তনের ফলে নির্দিষ্ট ব্যক্তিরা বেশি পেনশন পেতে পারেন। তবে এই উচ্চ পেনশনের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। সেই আবেদন করার ডেডলাইন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে।

কারা এই উচ্চ পেনশনের জন্য আবেদন করতে পারবেন?

যেসব কর্মীরা ২০১৪ সালের ১ সেপ্টেম্বর এমপ্লয়িজ পেনশন স্কিমের সদস্য হয়েছেন এবং তারপর এখনও EPFO-র সদস্য রয়েছেন তাঁরা এই উচ্চ পেনশনের জন্য আবেদন করতে পারেন। আর যাঁরা আগেরবার আবেদন করেননি তাঁরাই কেবলমাত্র এইবার এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

অবসরপ্রাপ্ত ইপিএস সদস্যের জন্য এই সুবিধা এই বছর ৪ মার্চ বন্ধ করে দিয়েছে EPFO। ৪ মার্চ পর্যন্ত ৯১,২৫৮ টি আবেদন জমা পড়েছে। তবে EPFO-র Member e-SEWA পোর্টালে এই ডেডলাইন বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। EPFO-র ইউনিফায়েড মেম্বার পোর্টালের মাধ্যমে উচ্চ পেনশনের জন্য অনলাইনেই আবেদন করতে পারেন সদস্যরা।

উচ্চ পেনশনের জন্য কীভাবে করবেন আবেদন?

  • EPFO Unified Member পোর্টালে যান।
  • সেখানে গিয়ে “Pension on higher salary: Exercise of joint option on or before May 3, 2023” এই অপশনটি বাছুন।
  • এবার “application form for joint options” এই অপশনে ক্লিক করুন।
  • আপনার UAN নম্বর, নাম, জন্মতারিখ, আধার নম্বর, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিন।
  • ‘Get OTP’ তে ক্লিক করুন। আপনার আধার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP দিয়ে দিন।
  • ‘Submit’ এ ক্লিক করুন।
  • এই আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে।

EPFO বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি আবেদন নিবন্ধিত হবে এবং আবেদনকারীকে একটি রসিদ নম্বর দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিসের দায়িত্বে থাকা অফিস ইনচার্জকে উচ্চতর বেতনের জয়েন্ট অপশনের প্রতিটি কেস পরীক্ষা করতে হবে এবং আবেদনকারীকে ই-মেইল/ চিঠি এবং পরে এসএমএসের মাধ্যমে জানাতে হবে।