Arijit Singh: মঞ্চে গান গাইতে-গাইতে নখ কাটলেন অরিজিৎ, জুটল অপেশাদার তকমা

Arijit Singh: মঞ্চে গান গাইতে-গাইতে নখ কাটলেন অরিজিৎ, জুটল অপেশাদার তকমা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 09, 2024 | 10:36 AM

সামনে অগুনতি শ্রোতা, মঞ্চে গান গাইছেন অরিজিৎ সিং। তবে গানের মাঝে হঠাৎ এ কী কাণ্ড ঘটালেন গায়ক? নেইলকাটার নিয়ে গান গাইতে-গাইতেই কাটতে শুরু করলেন নখ। ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল নেটপাড়ায়। এক শ্রেণি আবার অপেশাদারীর তকমাও দিলেন অরিজিৎকে।

উচ্চমাধ্যমিকে ফেল করতেন খরাজ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় খুবই খারাপ সময় দিয়ে গিয়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সেই সময় এক প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছিলেন অভিনেতা। সেসময় খুব অসুস্থ ছিলেন খরাজের মা। বলেছেন, “মায়ের অসুস্থতার মধ্যে পরীক্ষা দিতে গিয়েছিলাম। ভেবেছিলাম গোল্লা পাব পরীক্ষায়। একেবারেই পাশ করতে পারব না। তারপর কোনওক্রমে সেকেন্ড ডিভিশনে পাশ করেছিলাম।”

মেজাজ হারালেন বরুণ
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান। এরই মাঝে মেজাজ হারালেন অভিনেতা। স্ত্রীকে নিয়ে ক্লিনিকে ঢোকার পথে পাপারাৎজ়িদের ডাক, রেগে বললেন, “ভেতরে আসতে চান”? ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মত, “এত অহংকার ভাল না”।

আলিয়ার প্রশংসা
মেটগালার রেডকার্পেটে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী আলিয়া ভাট। সব্যসাচী কালেকশনের শাড়িতে সেজে উঠলেন তিনি। ছবি প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভরালেন সেলিব্রিটি থেকে আমজনতা। লুকের প্রশংসায় জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর প্রমুখেরা।

অরিজিতের সমালোচনা
সামনে অগুনতি শ্রোতা, মঞ্চে গান গাইছেন অরিজিৎ সিং। তবে গানের মাঝে হঠাৎ এ কী কাণ্ড ঘটালেন গায়ক? নেইলকাটার নিয়ে গান গাইতে-গাইতেই কাটতে শুরু করলেন নখ। ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল নেটপাড়ায়। এক শ্রেণি আবার অপেশাদারীর তকমাও দিলেন অরিজিৎকে।

বিপাকে ‘জলি এলএলবি থ্রি’
অক্ষয় কুমারের আগামী ছবি ‘জলিএলএলবি’ এবার আইনি জটে। আজমেঢ় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি এই ফ্র্যাঞ্চাইজ়ি ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে মজা করে, যার ফলে আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি এই ছবির বিষয়বস্তুকে ‘হাস্যকর এবং অশালীন’ বলে উল্লেখ করেছেন।

অকপট সোনাক্ষী
সঞ্জয় লীলা ভনশালির হীরামান্ডিতে ‘ফরিদন’-এর চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সোনাক্ষী সিনহা। এই সিরিজে় ‘ফরিদন’-এর চরিত্রটি একটা সমকামীর, যেজন্য ফোরপ্লে দৃশ্যে বোল্ড অবতারে ধরা দিয়েছেন সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নয় বছরের মেয়েকে যখন বিক্রি করে দেওয়া হয় স্বভাবতই সে পুরুষদের চরম ঘৃণা করবে বলে আমার মনে হয়, যদিও এর বেশি ব্যাখ্যায় যাননি ভনসালী স্যার।

অঞ্জলির চমক
অঞ্জলিকে মনে পড়ে? অঞ্জলি আনন্দ, রকি অউর রানি কি প্রেম কাহানি-তে রণবীর সিং-এর বোন হয়েছিলেন? ছবির গল্পে কিংবা বাস্তবে, মোটা, এই শব্দটা বারবার শুনতে হত তাঁকে। তবে এখন অঞ্জলিকে দেখলে হয়তো চিন্তেই পারবেন না। কারণ ওজন কমিয়ে এখন তিনি স্লিম, বলছেন, অনেকে দেখে বুঝতেই পারে না, আমি সেই অঞ্জলি।

এবার ক্যামিও চরিত্রে অনন্যা পাণ্ডে
এবার একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেই ছবিতে রয়েছেন ন্যাশনাল ক্রাশ অভিনেত্রী তৃপ্তি দিমরি। রয়েছেন অভিনেতা ভিকি কৌশলও। ছবির নাম ‘ব্যাড নিউজ়’।

হাত বাড়ালেই অর্জুন
প্রয়াত হয়েছেন ১০ বছরের ছেলেটির পিতা। পেট চালাতে ১০ বছরের ছেলে জসপ্রীত সিংকে রাস্তায় বিক্রি করতে হয় রোল। তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা অর্জুন কাপুর। সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন অর্জুন। ছেলেটির শিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই সেলেব্রিটি।

Published on: May 08, 2024 07:59 PM