Zomato-এ বড় ধাক্কা, হঠাৎ CEO পদ ইস্তফা দীপিন্দর গোয়েলের, এবার কে চালাবে সংস্থা?
Deepinder Goyal: ২০০৮ সালে দীপিন্দর গোয়েল জ্যোমাটো তৈরি করেন। ২০২১ সালে জ্যোমাটো ইটারনালের ছাতার নীচে আসে। জানা গিয়েছে, জ্যোমাটোর প্রতিষ্ঠাতা এবার নতুন কিছু করতে চাইছেন। একাধিক চিন্তাভাবনা, পরিকল্পনা রয়েছে তাঁর, যার মধ্যে অনেকগুলিই পরীক্ষামূলক ও ঝুঁকিপূর্ণ।

নয়া দিল্লি: জ্যোমাটোয় বড় ধাক্কা। ইটারনাল, যা জ্যোমাটোর মালিক সংস্থা, সেই সংস্থার চিফ এগজেকিউটিভ অফিসার পদ থেকে ইস্তফা দিলেন দীপিন্দর গোয়েল। বুধবারই সংস্থার তরফে এই ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে এই ইস্তফা কার্যকর হবে। দীপিন্দর গোয়েলের বদলে কে হবেন জ্যোমাটোর নতুন সিইও? কেনই বা ইটারনাল সংস্থা ছাড়লেন দীপিন্দর?
জানা গিয়েছে, দীপিন্দর গোয়েল ইটারনাল সংস্থা থেকে ইস্তফা দিয়েছেন। তার বদলে দায়িত্ব নেবেন আলবিন্দর ধিনসা। তিনি ইটারনাল গ্রুপের নতুন সিইও হবেন। দীপিন্দর তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, “প্রিয় শেয়ারহোল্ডাররা, আজ আমি গ্রুপের সিইও পদ থেকে সরে যাচ্ছি। শেয়ারহোল্ডারদের সম্মতিতে আমি বোর্ড অব ডিরেক্টরে থাকব ভাইস চেয়ারম্যান হিসাবে। আলবিন্দর ধিনসা ইটারনালের নতুন গ্রুপ সিইও হবেন।”
২০০৮ সালে দীপিন্দর গোয়েল জ্যোমাটো তৈরি করেন। ২০২১ সালে জ্যোমাটো ইটারনালের ছাতার নীচে আসে। জানা গিয়েছে, জ্যোমাটোর প্রতিষ্ঠাতা এবার নতুন কিছু করতে চাইছেন। একাধিক চিন্তাভাবনা, পরিকল্পনা রয়েছে তাঁর, যার মধ্যে অনেকগুলিই পরীক্ষামূলক ও ঝুঁকিপূর্ণ। এই পরিকল্পনাগুলি তিনি বাস্তবায়িত করতে চান, তবে ইটারনালের মতো পাবলিক কোম্পানি থেকে বাইরে বেরিয়ে।
প্রসঙ্গত, জ্যোমাটোর ৪.২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে দীপিন্দর গোয়েল, যা ৩৬৯.৫ মিলিয়ন শেয়ারের সমান। ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ইটারনালের নেট প্রফিট ছিল ১০২ কোটি।
