Kolkata Metro: রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই সমস্যা, ফের মেট্রোয় বিভ্রাট
Kolkata: মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই সমস্যা তৈরি হয়েছিল। যান্ত্রিক গোলোযোগের জেরে স্তব্ধ ছিল পরিষেবা। তারপরই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। প্রথম দিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানগর উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলছিল। তবে ৪২ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

কলকাতা: সাত-সকালে মেট্রো বিভ্রাট। ব্যস্ত দিনে সকাল-সকাল চরম হয়রানিতে যাত্রীরা। কিছু কিছু জায়গায় সাময়িক বন্ধ ছিল পরিষেবা। তবে, ইঞ্জিনিয়ররা পৌঁছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করেছেন। প্রায় ৪২ মিনিট পর পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হল।
মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই সমস্যা তৈরি হয়েছিল। যান্ত্রিক গোলোযোগের জেরে স্তব্ধ ছিল পরিষেবা। তারপরই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। প্রথম দিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানগর উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলছিল। তবে ৪২ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
প্রসঙ্গত, ব্লু লাইনে মেট্রো বিভ্রাট নতুন কিছু নয়। এর আগে একাধিকবার মেট্রোর গোলযোগের জেরে স্তব্ধ হয়েছিল পরিষেবা। গত মঙ্গলবারই ব্লু লাইনে মেট্রোর সামনে আবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। প্রায় আধ ঘণ্টা ধরে টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে মেট্রো। এর জেরে বিপাকে পড়েছিলেন যাত্রীরা। সন্ধ্যা ৭টা ৯ মিনিট নাগাদ আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ফলে যাঁরা অফিস ফেরত যাত্রীরা, কলেজ পড়ুয়ারা ছিলেন তাঁদের ফিরতে অসুবিধা হয়।অনেককে টলিগঞ্জে নেমে যেতে হয়। তারপর তাঁরা সেখান থেকে বাড়ি ফেরেন।
