এবার বাড়িতেও লাগানো যাবে EV চার্জিং পয়েন্ট, পাওয়া যাবে ৬ হাজার টাকার ভর্তুকি

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 07, 2022 | 3:09 PM

Electrical Vehicle Charging Station: ব্যক্তিগত চার্জিং নেটওয়ার্ককে উৎসাহ দেওয়ার জন্য সরকার শহরের প্রথম ৩০,০০০ হাজার চার্জিং পয়েন্টের জন্য ৬,০০০ টাকার এককালীন ভর্তুকি প্রদান করছে। ক্যাপেক্স বা সাবস্ক্রিপশন মডেল অনুযায়ী সিঙ্গল-উইন্ডো পোর্টালের মাধ্যমে গ্রাহকরা প্যানেলে থাকা বিক্রেতাদের কাছ থেকে ইভি চার্জার কিনতে পারবেন।

Follow Us

নয়া দিল্লি: দিল্লি সরকার নিজেদের সিঙ্গল উইন্ডো সুবিধার অধীনে রাজ্যে প্রথম প্রাইভেট ‘ইলেক্ট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং পয়েন্ট’ তৈরি করেছে। এই চার্জিং পয়েন্ট দক্ষিণ দিল্লির এক ব্যক্তির বাড়িতে ইনস্টল করা হয়েছে। গত বছর নভেম্বর মাসে শুরু করা সিঙ্গল-উইন্ডোর উদ্দেশ্য ছিল দিল্লি শহরে ব্যক্তিগত আর আধা সার্বজনিক জায়গাগুলি যেমন- আবাসন, গ্রুপ হাউজিং সোস্যাইটি, হাসপাতাল, মল আর সিনেমা হলে চার্জিং পরিকাঠামোর দ্রুতগতিতে বিস্তার।

এই জায়গাগুলিতে লাগানো যাবে চার্জিং পয়েন্ট

বিএসইএস ডিস্কম বিআরপিএল আর বিওয়াইপিএল এর গ্রাহকরা অনলাইন সিঙ্গল পোর্টালের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। তারা প্যানেলে থাকা বিক্রেতাদের মাধ্যমে নিজেদের বাড়িতে, গ্রুপ হাউজিং সোস্যাইটিতে, আবাসন চত্ত্বরে, অফিস আর কমার্শিয়াল দোকানে ইভি চার্জিং পয়েন্ট ইনস্টল করতে পারেন। শহরের পরিবহণ বিভাগ চার্জিং পয়েন্ট লাগানোর জন্য ১২টি ভেন্ডরকে এই প্যানেলে শামিল করেছে।

আবেদনের ৭দিনের মধ্যে পাওয়া যাবে চার্জিং পয়েন্ট

সিঙ্গল উইন্ডো সুবিধার মাধ্যমে সরকার আবেদন জমা পড়ার ৭দিনের মধ্যে এই ইভি চার্জিং স্টেশনগুলি তৈরি আর পরিচালনা করার ব্যবস্থা করবে। গ্রাহকরা নিজেদের সুবিধামতো চার্জিং স্টেশন বসানোর সময়ও নির্ধারিত করতে পারেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল প্রাইভেট চার্জিং পরিকাঠামোকে বিকশিত করা, যাতে ইলেক্ট্রিক্যাল ভেহিকলের জন্য একটি একটি উন্নত পরিবেশ তৈরি করা যায়।

৬ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ভর্তুকি

ব্যক্তিগত চার্জিং নেটওয়ার্ককে উৎসাহ দেওয়ার জন্য সরকার শহরের প্রথম ৩০,০০০ হাজার চার্জিং পয়েন্টের জন্য ৬,০০০ টাকার এককালীন ভর্তুকি প্রদান করছে। ক্যাপেক্স বা সাবস্ক্রিপশন মডেল অনুযায়ী সিঙ্গল-উইন্ডো পোর্টালের মাধ্যমে গ্রাহকরা প্যানেলে থাকা বিক্রেতাদের কাছ থেকে ইভি চার্জার কিনতে পারবেন। ক্যাপেক্স মডেলের অধীনে, গ্রাহকরা প্যানেলে থাকা বিক্রেতাদের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করেন। গ্রাহকরা ওই বিক্রেতাদের মোট মূলধনের পেমেন্ট তিন বছরের কিস্তিতে দিতে হবে, যারপর গ্রাহকদের চার্জার হস্তান্তর করা হবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়া দিল্লি: দিল্লি সরকার নিজেদের সিঙ্গল উইন্ডো সুবিধার অধীনে রাজ্যে প্রথম প্রাইভেট ‘ইলেক্ট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং পয়েন্ট’ তৈরি করেছে। এই চার্জিং পয়েন্ট দক্ষিণ দিল্লির এক ব্যক্তির বাড়িতে ইনস্টল করা হয়েছে। গত বছর নভেম্বর মাসে শুরু করা সিঙ্গল-উইন্ডোর উদ্দেশ্য ছিল দিল্লি শহরে ব্যক্তিগত আর আধা সার্বজনিক জায়গাগুলি যেমন- আবাসন, গ্রুপ হাউজিং সোস্যাইটি, হাসপাতাল, মল আর সিনেমা হলে চার্জিং পরিকাঠামোর দ্রুতগতিতে বিস্তার।

এই জায়গাগুলিতে লাগানো যাবে চার্জিং পয়েন্ট

বিএসইএস ডিস্কম বিআরপিএল আর বিওয়াইপিএল এর গ্রাহকরা অনলাইন সিঙ্গল পোর্টালের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। তারা প্যানেলে থাকা বিক্রেতাদের মাধ্যমে নিজেদের বাড়িতে, গ্রুপ হাউজিং সোস্যাইটিতে, আবাসন চত্ত্বরে, অফিস আর কমার্শিয়াল দোকানে ইভি চার্জিং পয়েন্ট ইনস্টল করতে পারেন। শহরের পরিবহণ বিভাগ চার্জিং পয়েন্ট লাগানোর জন্য ১২টি ভেন্ডরকে এই প্যানেলে শামিল করেছে।

আবেদনের ৭দিনের মধ্যে পাওয়া যাবে চার্জিং পয়েন্ট

সিঙ্গল উইন্ডো সুবিধার মাধ্যমে সরকার আবেদন জমা পড়ার ৭দিনের মধ্যে এই ইভি চার্জিং স্টেশনগুলি তৈরি আর পরিচালনা করার ব্যবস্থা করবে। গ্রাহকরা নিজেদের সুবিধামতো চার্জিং স্টেশন বসানোর সময়ও নির্ধারিত করতে পারেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল প্রাইভেট চার্জিং পরিকাঠামোকে বিকশিত করা, যাতে ইলেক্ট্রিক্যাল ভেহিকলের জন্য একটি একটি উন্নত পরিবেশ তৈরি করা যায়।

৬ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ভর্তুকি

ব্যক্তিগত চার্জিং নেটওয়ার্ককে উৎসাহ দেওয়ার জন্য সরকার শহরের প্রথম ৩০,০০০ হাজার চার্জিং পয়েন্টের জন্য ৬,০০০ টাকার এককালীন ভর্তুকি প্রদান করছে। ক্যাপেক্স বা সাবস্ক্রিপশন মডেল অনুযায়ী সিঙ্গল-উইন্ডো পোর্টালের মাধ্যমে গ্রাহকরা প্যানেলে থাকা বিক্রেতাদের কাছ থেকে ইভি চার্জার কিনতে পারবেন। ক্যাপেক্স মডেলের অধীনে, গ্রাহকরা প্যানেলে থাকা বিক্রেতাদের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করেন। গ্রাহকরা ওই বিক্রেতাদের মোট মূলধনের পেমেন্ট তিন বছরের কিস্তিতে দিতে হবে, যারপর গ্রাহকদের চার্জার হস্তান্তর করা হবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article