Disney Hotster: বিশ্বকাপের কামাল, ফাইনালের আগেই ২.২ লক্ষ কোটি টাকা কামাল ডিজনি হটস্টার!

ICC World Cup: বিশ্বকাপ চলাকালীনই হটস্টার গ্লোবাল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙেছে। তাও আবার একবার বা দুইবার নয়, পরপর তিনবার। প্রথমবার গ্লোবাল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙেছিল গত ২৩ অক্টোবর, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের সময়। হটস্টারে মোট ৪.৩ কোটি মানুষ এই ম্যাচ দেখেছিলেন।

Disney Hotster: বিশ্বকাপের কামাল, ফাইনালের আগেই ২.২ লক্ষ কোটি টাকা কামাল ডিজনি হটস্টার!
বিশ্বকাপের দৌলতে মালামাল হটস্টার।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 12:46 PM

নয়া দিল্লি: বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল হলেও, ভারতে সবথেকে বেশি উন্মাদনা ক্রিকেটকে (Cricket) ঘিরেই। এই দেশে ধর্ম হিসাবে পূজিত হয়। এই ক্রিকেটকে ঘিরে চলে এক বিরাট অর্থনীতিও। জার্সি বিক্রি থেকে শেয়ার মার্কেটে আয়-একটা ম্যাচের উপরেই অনেক কিছু নির্ভর করে। এবার ভারতে হচ্ছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2023)। ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া (India VS Australia)। আজ, রবিবার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের মহারণ। তার আগেই কোটি কোটি টাকা কামিয়ে নিল ব্রডকাস্টার সংস্থা ডিজনি হটস্টার (Disney Hotster)। 

জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালের আগেই ডিজনি হটস্টারের শেয়ারের দাম একলাফে ১৯ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকী, সংস্থার মূল্যায়নেও ২.২ লক্ষ কোটি টাকার বৃদ্ধি আগে কখনও দেখা যায়নি।  ১১ মাস আগে ফিফা ওয়ার্ল্ড কাপও টেলিকাস্ট করেছিল হটস্টার। সেক্ষেত্রে কেবল ফাইনাল ম্যাচেই রেকর্ড ভিউয়ারশিপ দেখেছিল হটস্টার। ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরও হটস্টারের শেয়ার নিম্নমুখীই ছিল। সেখানেই ত্রাতা হয়ে উঠেছে আইসিসি বিশ্বকাপ।

ক্রিকেট বিশ্বকাপের আগেই হটস্টারের রেকর্ড-

এবারের ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচারের মূল দায়িত্বে রয়েছে ডিজনি হটস্টার। বিশ্বকাপ চলাকালীনই হটস্টার গ্লোবাল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙেছে। তাও আবার একবার বা দুইবার নয়, পরপর তিনবার। প্রথমবার গ্লোবাল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙেছিল গত ২৩ অক্টোবর, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের সময়। হটস্টারে মোট ৪.৩ কোটি মানুষ এই ম্যাচ দেখেছিলেন। এর আগে এই রেকর্ড ছিল ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের। আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্য়াচ দেখেছিলেন ৪ কোটিরও বেশি মানুষ।

এরপরে গত ৫ নভেম্বর, ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে এই ভিউয়ারশিপের রেকর্ড ভাঙে। ডিজনি হটস্টারে মোট ৪.৪ কোটি মানুষ এই খেলা দেখেছিলেন। ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি করেন। শ্রেয়াস আইয়ারও সেঞ্চুরি করেন, মহম্মদ শামি নেন ৭টি উইকেট। টানটান উত্তেজনার এই ম্যাচ হটস্টারে কত দর্শক দেখেছিলেন জানেন? ৫.৩ কোটি মানুষ।  

আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। হটস্টারের আশা আজকের এই ম্যাচে ভিউয়ারশিপের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। কমপক্ষে ৬ কোটি দর্শক হটস্টারে খেলা দেখবেন বলে আশাবাদী হটস্টার।