Credit Card-এ কেনাকাটা করেন? ভবিষ্যতে Loan নিতে গেলে চাপে পড়তে পারেন আপনি!
Credit Card: ক্রেডিট কার্ড আশীর্বাদ নাকি অভিশাপ, তা যদিও বিচার্য। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন, ক্রেডিট কার্ড যদি কেউ নিয়ম মেনে ব্যবহার করেন, তাহলে ক্রেডিট কার্ডের মতো দারুণ জিনিস আর নেই।

ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেডিট কার্ড হোল্ডারদের সংখ্যাও। বর্তমানে খুব সহজেই ক্রেডিট কার্ড নিতে পারেন যে কেউ। আর এই সুবিধা কাজে লাগিয়ে দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের সংখ্যা। ২০২৫ সালের মে মাসের তথ্য অনুযায়ী গোটা দেশে ১১ কোটির বেশি ক্রেডিট কার্ড চালু রয়েছে। আর ক্রেডিট কার্ডের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা খরচের পরিমাণও। আর এর সঙ্গে বাড়ছে সাধারণের ক্রেডিট স্কোর নিয়ে চিন্তাও।
ক্রেডিট কার্ড আশীর্বাদ নাকি অভিশাপ, তা যদিও বিচার্য। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন, ক্রেডিট কার্ড যদি কেউ নিয়ম মেনে ব্যবহার করেন, তাহলে ক্রেডিট কার্ডের মতো দারুণ জিনিস আর নেই। অন্যদিকে, ক্রেডিট কার্ডর নিয়ম যদি কেউ না মেনে ব্যবহার করেন, তাহলে তার অর্থনৈতিক স্বচ্ছলতা শেষ করে দিতে পারে এই কার্ড। কিন্তু কীভাবে এমন হতে পারে?
ক্রেডিট কার্ড ও বিভিন্ন লোনের উপর নির্ভর করে তৈরি হয় কোনও ব্যক্তির ক্রেডিট হিস্ট্রি। যদি কেউ ক্রেডিট কার্ডের বিল সময় মিটিয়ে দেয় ও তার ক্রেডিট ইউটিলাইজেশন ৩০ শতাংশের নীচে থাকে, তাহলে সেই ব্যক্তির ক্রেডিট স্কোর ধীরে ধীরে সময়ের সঙ্গে বাড়তে থাকে। অন্যদিকে, ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে যে কোনও ধরনের ভুল ও ক্রেডিট ইউটিলাইজেসন অনেক বেশি হলে কমতে থাকে ক্রেডিট স্কোর। আর ক্রেডিট স্কোর যত কমে, কোনও ব্যক্তির লোন পাওয়ার সম্ভাবনাও কমে হুহু করে।
