AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-Elon Musk: ট্রাম্পের ভালবাসার জোর, ১০ মিনিটেই ১০ লক্ষ কোটি আয় মাস্কের!

Tesla Share: নির্বাচনের ফল প্রকাশ হতেই স্ত্রী মেলানিয়া ও সন্তানদের যেমন ধন্যবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তেমনই ইলন মাস্ককেও ধন্যবাদ জানান তাঁকে পূর্ণ সমর্থন জানানো এবং তাঁর হয়ে প্রচার চালানোর জন্য। ইলন মাস্ককে স্টেজ থেকেই 'আই লাভ ইউ' বলেন।

Donald Trump-Elon Musk: ট্রাম্পের ভালবাসার জোর, ১০ মিনিটেই ১০ লক্ষ কোটি আয় মাস্কের!
ইলন মাস্ক।Image Credit: PTI
| Updated on: Nov 07, 2024 | 7:52 AM
Share

ওয়াশিংটন: খোলাখুলি সমর্থন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। তাঁর হয়ে প্রচারও করেছিলেন। তাই ট্রাম্প জিততেই ভাগ্যের চাকা ঘুরে গেল টেসলা কর্তা ইলন মাস্কের। ট্রাম্পের জয়ের খবর পেতেই চনমনে বিশ্ব শেয়ার বাজার। এর মধ্যে সবথেকে লাভ করলেন ট্রাম্পের নতুন ‘বন্ধু’ ইলন মাস্কই। হু হু করে চড়ল টেসলার শেয়ার। ৫২ সপ্তাহে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে টেসলার শেয়ার। ট্রেডিং সেশনে ইলন মাস্কের এই সংস্থা মাত্র ১০ মিনিটেই আয় করল ১০ লক্ষ কোটি টাকার।

নির্বাচনের ফল প্রকাশ হতেই স্ত্রী মেলানিয়া ও সন্তানদের যেমন ধন্যবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তেমনই ইলন মাস্ককেও ধন্যবাদ জানান তাঁকে পূর্ণ সমর্থন জানানো এবং তাঁর হয়ে প্রচার চালানোর জন্য। ইলন মাস্ককে স্টেজ থেকেই ‘আই লাভ ইউ’ বলেন। এমনকী, মাস্কের প্রশংসা করে ‘নতুন স্টারের জন্ম হল’ বলেও বর্ণনা করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ হতেই বিশ্বের বৃহত্তম ইভি কোম্পানি টেসলার শেয়ার রেকর্ড তৈরি করেছে। ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ন্যাসডাক (Nasdaq)-এ বাজার খোলার সঙ্গে সঙ্গেই কোম্পানির স্টক ২৮৪.৬৭ ডলারে পৌঁছয় ১৩ শতাংশ বৃদ্ধি হয়ে। মাত্র ১০  মিনিটের মধ্যে তা ২৮৯.৫৯ ডলারে পৌঁছয়, যা বিগত ৫২সপ্তাহের সর্বোচ্চ দর।

একদিন আগেই টেসলা কোম্পানির শেয়ার ছিল ২৫১.৪৪ ডলার। টেসলার শেয়ার দুই দিনেই প্রায় ২০ শতাংশ বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, টেসলার শেয়ার আগামী কয়েকদিনের মধ্যেই ৩০০ ডলার পার করবে।

শেয়ার দর বাড়ায় কোম্পানির মার্কেট ক্যাপও বেড়েছে। টেসলার মার্কেট ক্যাপ বর্তমানে ৯০০ বিলিয়ন ডলার পার করেছে। জানা গিয়েছে, মাত্র ১০ মিনিটেই টেসলা কোম্পানির মার্কেট ক্যাপ বেড়েছে প্রায় ১২১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব কষলে, ১০ মিনিটে ১০ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার যেখানে টেসলার মার্কেট ক্যাপ ছিল ৭৯৬.৭২ বিলিয়ন ডলার, বুধবারই তা বেড়েছে ৯১৭.৬০ বিলিয়ন ডলারে পৌঁছয়।

ফুলেফেঁপে উঠেছে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তিও। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তথ্য অনুযায়ী, ইলন মাস্কের সম্পদের পরিমাণ রাতারাতি ১৮ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৮২.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে ইলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।