AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: মিউচুয়াল ফান্ডে টাকা তোলার হিড়িক! কী করবেন, কী করবেন না?

Market Crisis: মিউচুয়াল ফান্ডে কি অর্থ হারাতে পারেন বিনিয়োগকারীরা? এক কথায় বলা যায় 'হ্যাঁ'। রিটার্ন কমতে থাকলে কি কোনও প্রতিক্রিয়া দেখানো বা বড় কোনও সিদ্ধান্ত উচিৎ?

Explained: মিউচুয়াল ফান্ডে টাকা তোলার হিড়িক! কী করবেন, কী করবেন না?
| Updated on: Feb 06, 2025 | 1:55 PM
Share

সেপ্টেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ, ৪ মাসে নিফটি ৫০ পড়েছে প্রায় ১৩ শতাংশ। এই একই সময়ের ব্যবধানে সেনসেক্স পড়েছে ১২.২০ শতাংশ। অন্যদিকে, নিফটি স্মল ক্যাপ ২৫০ সূচক পড়েছে ১৮ শতাংশের বেশি। এই পতনের কারণে প্যানিক দেখা গিয়েছে খুচরো বিনিয়োগকারীদের মধ্যেও। শুধু স্টক মার্কেটে নয়, প্যানিকের বশবর্তী হয়ে মিউচুয়াল ফান্ড থেকেও বিনিয়োগ তুলে নিয়েছেন অনেকেই। মিউচুয়াল ফান্ড কী? মিউচুয়াল ফান্ড এমন একটি তহবিল যা একাধিক বিনিয়োগকারীর থেকে অর্থ সংগ্রহ করে স্টক বা বন্ড বা অন্য কোনও মাধ্যমে বিনিয়োগ করে। মিউচুয়াল ফান্ড সাধারণত এক বা একাধিক ফান্ড ম্যানেজার মাধ্যমে পরিচালিত হয়। শেয়ার বাজারে কেউ বিনিয়োগ করতে চাইলে তাকে বিভিন্ন শেয়ার সম্পর্কে পড়াশোনা, অ্যানালিসিস করতে হয়। কিন্তু...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন