Facebook AI Chatbot: সাবধান! শিশুদের সঙ্গে দুষ্টু কথা Meta-র, ফেসবুকের সংস্থার বিরুদ্ধে শুরু তদন্ত?
Meta AI: মেটার চ্যাটবট শিশুদের সঙ্গে নাকি দুষ্টু কথাবার্তা বলছে। সংবাদসংস্থা রয়টার্সের একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে আমেরিকার প্রশাসনও।

মার্ক জাকারবার্গের সংস্থা ফেসবুকের প্যারেন্ট অর্গানাইজেশন মেটার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মেটার চ্যাটবট শিশুদের সঙ্গে নাকি দুষ্টু কথাবার্তা বলছে। সংবাদসংস্থা রয়টার্সের একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে আমেরিকার প্রশাসনও। মেটার অন্তর্বর্তী নীতি সম্পর্কে জানতে তদন্তের কথা বলেছেন রিপাবলিকান সেনেটররা।
মেটার সূত্র ধরেই রয়টার্স তাদের ওই প্রতিবেদনে জানিয়েছিল যে ৮ বছরের শিশুর সঙ্গেও নাকি দুষ্টু আলাপ করেছিল মেটা। তবে রয়টার্সের ওই প্রতিবেদন সামনে আসার পর পরই মেটা বলেছে যে তারা শিশুদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা সংক্রান্ত যে নীতি, তা সরিয়ে নিচ্ছে। আর তারপরই যেন ঘি পড়েছে আগুনে।
আমেরিকার রিপাবলিকান সেনেটরদের একটা বড় অংশ চাইছেন মেটার নীতি নিয়ে আলোচনা করতে। সেনেটর ব্ল্যাকবার্ন বলছেন, বাচ্চাদের নিয়ে যে আইন, তারও কিছু সংস্কার প্রয়োজন। গত বছর এই বিষয়ে একটি বিল সেনেটে পাস হয়েও পরে আটকে যায়। ইতিমধ্যেই সেনেটররা মেটার নীতি নিয়ে যে খুশি নন, তা বুঝিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে নিউ জার্সির বাসিন্দা ৭৬ বছরের থংবু ওয়াংবন্দুর মৃত্যুর কাছে হিসাবে মেটাকে দায়ী করছেন তাঁর পরিবারের সদস্যরা। জানা গিয়েছে ওই ব্যক্তি নাকি মেসেঞ্জারের একটি চ্যাট বটের সঙ্গে প্রেম করতেন।
