Bank Close: প্রতি শনিবারই ছুটি, এপ্রিল মাস থেকে কি ব্যাঙ্ক ৫ দিন খোলা থাকবে?
Bank Rules: বিভিন্ন মিডিয়া রিপোর্টেই দাবি করা হচ্ছে, এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক এবার সপ্তাহে ৫ দিন খোলা থাকবে। সরকারি অফিসের মতো ব্যাঙ্ক গুলিও এবা ৫ দিন কাজ করবে। শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

নয়া দিল্লি: মাসের শুরু হোক বা শেষ, বিভিন্ন দরকারে অনেককেই ব্যাঙ্কে ছুটতে হয়। তবে বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে ব্য়াঙ্কের নিয়ম বদলে যেতে চলেছে। জল্পনা, এপ্রিল মাস থেকে নাকি ব্যাঙ্ক ৫ দিন খোলা থাকবে। শনিবার ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
বিভিন্ন মিডিয়া রিপোর্টেই দাবি করা হচ্ছে, এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক এবার সপ্তাহে ৫ দিন খোলা থাকবে। সরকারি অফিসের মতো ব্যাঙ্ক গুলিও এবা ৫ দিন কাজ করবে। শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই রিপোর্ট নিয়ে হইচই। গ্রাহকরা তো তাহলে সমস্যায় পড়বে। সত্য়িই কি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এমন কোনও নির্দেশ দিয়েছে? এর সত্যতা যাচাই করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।
পিআইবি জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক ৫ দিন খোলা রাখার কোনও নির্দেশ দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in – এ ক্লিক করে দেখতে হবে।
আরবিআই-র নিয়ম অনুযায়ী, প্রতি মাসে ৪টি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। প্রথম, তৃতীয় ও কোনও কোনও মাসে পঞ্চম সপ্তাহে শনিবার পড়লে, তখন ব্যাঙ্ক খোলা থাকে।
তবে দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন ব্যাঙ্কগুলিতে ৫ দিন কাজ ও ২ দিন ছুটির দাবি করা হচ্ছে। এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।





