Gold Price Today: বুধে এত সস্তা সোনা! অবাক ক্রেতারা
Gold Price Today: আজ অনেকটা হারে দাম কমল সোনা-রুপোর। একমাসে সর্বনিম্ন হল দুই ধাতুরই দর।
কলকাতা: সোনাতেও কি লাগল রঙের ছোঁয়া! রঙের উৎসবের মাঝেই অনেকটা হারে দাম কমল সোনার (Gold Price Today)। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৬৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ৭২০ টাকা। এদিন সোনার পাশাপাশি অনেকটা হারে দাম কমল রুপোর দর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ১,৪৫০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৫৬৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৪,৫০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৫,৬৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৫৬,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৫,৫৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
দোলের দিন দাম কমেছিল হলুদ ধাতুর। তারপর আজও অনেকটা হারে দাম কমেছে সোনার। গত এক মাসে সর্বনিম্ন হল সোনার দর। আজ রুপোর দামেও অনেকটা হারে পতন দেখা গিয়েছে। আজ গত এক মাসে সর্বনিম্ন রয়েছে রুপোর দরও।
আজ বিশ্ব বাজারে অনেকটা হারে দাম কমেছে সোনার। মঙ্গলবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৪৭.৩৫ মার্কিন ডলার। আর আজ তা কমে হয়েছে ১,৮১১.৫৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৩৯৩.৪০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৬.২০ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৪.৬৭ টাকা।