Gold Silver Price Drops: রুপো এক ধাক্কায় কমল ২১ হাজার টাকা, টলে গেল সোনাও
Gold and Silver Price Today: সোনার এই রকেট গতির পর্বে পিছু নিয়েছিল রুপো। সোমবার রাতে ওই নির্ভরতাই কাল হয়ে দাঁড়াল এই মূল্যবান ধাতুর জন্য। এক বছরে এই ধাতুর রিটার্ন প্রায় ১৪০ শতাংশ। কিন্তু যখন তা পড়ল, তখন ধুয়ে-মুছে সাফ হয়ে গেল সেই 'লভ্য়াংশের' ১০ শতাংশ।

নয়াদিল্লি: স্বপ্নময় যাত্রার স্বপ্নভঙ্গ, ইঙ্গিত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ‘বুঁদবুদের’ মতো ফুলে ওঠা সোনা-রুপোর দাম এবার ঠেকল তলানিতে। এক ধাক্কায় বিরাট পতন। মঙ্গলবার সকালে বিনিয়োগকারীদের দুঃসংবাদ শোনাল এই দুই মূল্যবান ধাতু। যদিও একাংশের কাছে বিনিয়োগ শুরুর পথও খুলে গেল।
পড়ল সোনার দর
বড় অংশের বিনিয়োগকারীদের লভ্য়াংশ তুলে নেওয়া, বিশ্ব বাজারে বহমান অনিশ্চয়তায় দাঁড়ি পড়ার প্রত্যাশার জেরে গত কয়েক মাসে এই প্রথমবার নজিরবিহীন ভাবে পড়ল সোনার দাম। MCX-এর চার্ট অনুযায়ী, সোমবার মধ্যরাতের একটু আগে থেকে পড়তে শুরু করে সোনার দর। সেই সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৪০ ডলারের গন্ডি ছুঁয়ে ফেলেছিল। দেশের বাজারেও ছবিটা প্রায় এক ছিল। ১০ গ্রাম সোনার দর ছিল প্রায় ১ লক্ষ ৩৯ হাজার টাকার ঘরে। তবে সোমবার MCX গোল্ডে বা সহজ কথা বিশ্ব বাজারে ৪ শতাংশ পড়ে যায় এই মূল্যবান ধাতুর দাম। এক ধাক্কায় ১ লক্ষ ৩৪ হাজারের গন্ডিতে নেমে আসে সোনা। সাম্প্রতিক অতীত অনুযায়ী, এমন দৃশ্য কার্যত বিরল।
তলানিতে রুপো
সোনার এই রকেট গতির পর্বে পিছু নিয়েছিল রুপো। সোমবার রাতে ওই নির্ভরতাই কাল হয়ে দাঁড়াল এই মূল্যবান ধাতুর জন্য। এক বছরে এই ধাতুর রিটার্ন প্রায় ১৪০ শতাংশ। কিন্তু যখন তা পড়ল, তখন ধুয়ে-মুছে সাফ হয়ে গেল সেই ‘লভ্য়াংশের’ ১০ শতাংশ। এক ধাক্কায় ২১ হাজার টাকা দাম কমল রুপোর। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, MCX-এর গত সেশনে রুপোর দাম ছুঁয়ে গিয়েছিল ২ লক্ষ ৫৪ হাজার টাকা। প্রতি আউন্স অতিক্রম করেছিল ৮০ ডলারের গন্ডি। সোমবার তাতেই ঘটল পতন।
বলে রাখা প্রয়োজন, সোনা-রুপো ছাড়াও দাম পড়েছে প্ল্য়াটিনামের। এক ধাক্কায় ১৪ শতাংশ পড়ে গিয়েছে এই মূল্যবান ধাতুর দাম। এবার প্রশ্ন, আচমকা এই পতনের কারণ কী? সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফ্লোরিডায় তাঁদের শান্তি আলোচনা অনেকটাই এগিয়েছে। ২০ দফা শান্তি আলোচনার ৯০ শতাংশ বিষয়েই সমঝোতা হয়েছে। একাংশের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানতে চলেছেন ট্রাম্প। ফলত বিশ্ব বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে যাওয়ার সম্ভবনাই বেশি। তাই ‘প্রফিট বুকিংয়ের’ হিড়িক লেগে যায় মূল্য়বান ধাতুর বাজারে। দরে পড়ে প্রভাব। MCX-চার্টে কমে দাম। যা ‘ফিজ়িক্য়াল’ সোনা-রুপোর ক্ষেত্রেও এবার দেখা যাবে বলেই মত একাংশের।
