AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold ETF: ফিকে হচ্ছে সোনা? এক ধাক্কায় ১৪ শতাংশ পতন

Gold ETF: একটি পরিসংখ্য়ান অনুযায়ী, সম্প্রতি ১৪ শতাংশ দাম পড়েছে Gold ETF বা এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের। টানা বৃদ্ধির পর এবার শেয়ার বাজারে স্থিতিশীল হচ্ছে সোনা। কমছে গতি।

Gold ETF: ফিকে হচ্ছে সোনা? এক ধাক্কায় ১৪ শতাংশ পতন
Image Credit: Getty Images
| Updated on: May 15, 2025 | 8:03 PM
Share

কলকাতা: ফিকে হচ্ছে সোনা? কয়েক মাস ধরে দফায় দফায় বেড়ে ১ লক্ষের গন্ডি ছুয়েছে এই ধাতু। এক দল বিশেষজ্ঞ জানিয়েছিলেন, আকাশ ছুঁয়ে তারপরই মাটিতে নামবে সকলের সোনা। এবার মনে হয় তেমনটাই হচ্ছে। পড়ছে সোনা। তবে শেয়ার বাজারে।

একটি পরিসংখ্য়ান অনুযায়ী, সম্প্রতি ১৪ শতাংশ দাম পড়েছে Gold ETF বা এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের। টানা বৃদ্ধির পর এবার শেয়ার বাজারে স্থিতিশীল হচ্ছে সোনা। কমছে গতি। হালকা হালকা করে ফিকে হচ্ছে ঔজ্জ্বল্য়। সম্প্রতি, ১৪ শতাংশ দাম সংশোধন হয়েছে SBI Gold ETF-এর। একই ভাবে পতন হয়েছে One Gold ETF, Tata Gold ETF-এরও। সেগুলি পড়েছে প্রায় ১২ শতাংশ।

Seven Gold ETF পড়েছে ৭ শতাংশ। একই পরিমাণ পতন দেখা গিয়েছে, LIC MF Gold ETF, Mirae Asset Gold ETF, HDFC Gold ETF ও Edelweiss Gold ETF-এও। অন্যদিকে, Kotak Gold ETF ও DSP Gold ETF পড়েছে ৬ শতাংশ। Zerodha Gold ETF পড়েছে ৫ শতাংশ।

কিন্তু হঠাৎ করেই এমন ধসে পড়ার ধুম লাগল কেন?

বিশেষজ্ঞদের অনুমান, সোনাকে সব সময়ই নিরাপদ লগ্নির ক্ষেত্র হিসাবে দেখে আসছেন বিনিয়োগকারীরা। যখনই বিশ্বে কোনও অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই বেড়েছে সোনার গতি। ইজরায়েল-হামাস যুদ্ধ হোক বা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ। এমনকি, সম্প্রতি আমেরিকার তৈরি করা ট্রেড-যুদ্ধের আবহেও চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। কিন্তু পরিস্থিতি কিছুটা ‘ঠান্ডা’ হতেই বিনিয়োগকারীরা সোনা ছেড়ে চলে যান শেয়ার বাজারের দিকে।

Gold ETF-এ যখন দেখা গিয়েছে ভাটা। সেই সময় কিন্তু গহনা তৈরির সোনা, যা ডিজিটাল নয়। তাতে বিশেষ প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সাময়িক স্বস্তি দিয়ে সোনার দামে ১০০ টাকা পতন দেখা গেলেও, তা নিতান্ত বলেই মত বিশেষজ্ঞদের।