Gold Price Today: ৬ হাজার টাকার নীচে নামল সোনার দর, এই সুযোগ মিস করলে পস্তাবেন খুব
Gold-Silver Rate: এখনও অনেকে রয়েছেন, যারা সোনার চড়া দাম নিয়ে চিন্তিত। আজ তাদের জন্য রয়েছে সুখবর। সামান্য হলেও কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও।
কলকাতা: গহনা ছাড়া সাজ যেন অসম্পূর্ণ। তাই বিয়ের মরশুমে সোনার দোকানে ভিড় লেগেই আছে। তবে এখনও অনেকে রয়েছেন, যারা সোনার চড়া দাম নিয়ে চিন্তিত। আজ তাদের জন্য রয়েছে সুখবর। সামান্য হলেও কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। আজ যদি আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ১৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৮৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৯ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯২৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ৯০০ টাকা। রুপোর দামও ১০০ টাকা কমেছে।