Gold Price Today: লক্ষ্মীবারের আগেই সদয় মা লক্ষ্মী, ২ হাজার টাকা কমে গেল সোনার দাম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2023 | 8:29 AM

Gold-Silver Price: লক্ষ্মীবারের আগেই এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। কিছুটা হলেও দাম কমেছে রুপো ও প্ল্যাটিনামেরও। বিয়ে উপলক্ষে বা উপহারে সোনা কেনার এটাই সুবর্ণ সুযোগ। মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে সোনার দাম। আপনারও যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই কিনে ফেলুন।

Gold Price Today: লক্ষ্মীবারের আগেই সদয় মা লক্ষ্মী, ২ হাজার টাকা কমে গেল সোনার দাম
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বছর শেষে সদয় মা লক্ষ্মী। লক্ষ্মীবারের আগেই এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। কিছুটা হলেও দাম কমেছে রুপো ও প্ল্যাটিনামেরও। বিয়ে উপলক্ষে বা উপহারে সোনা কেনার এটাই সুবর্ণ সুযোগ। মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে সোনার দাম। আপনারও যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই কিনে ফেলুন। তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর দেখে নিন-

২২ ক্য়ারেট সোনার দাম-  

আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৭৫০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনে দাম কমেছে ২০০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ২ হাজার টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনারও দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬১ হাজার ৯১০ টাকা। মঙ্গলবার ২৪ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬২ হাজার ১৩০ টাকা। একদিনে দাম কমেছে ২২০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৯ হাজার ১০০ টাকা। গতকাল ২৪ ক্যারেটের সোনার দাম ছিল ৬ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ২২০০ টাকা সোনার দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৬ হাজার ৪৩০ টাকা। গতকালের তুলনায় আজ দাম কমেছে ১৭০ টাকা। ১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম ৪ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা। একদিনে দাম কমেছে ১৭০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই কমেছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

প্ল্যাটিনামের দাম-

প্ল্যাটিনামের দামও কমেছে বেশ কিছুটা। আজ ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৭০০ টাকা। একদিনে দাম কমেছে ৫০০ টাকা।

Next Article