Gold Price: বাড়তে বাড়তে হঠাৎ থমকে গেল দাম! কী কারণে ব্রেক মারল সোনার দাম?
Price of Gold: ১ লক্ষ ছুঁয়ে ফেলার পর সোনার দাম হঠাৎ থমকে গেল কেন? আসলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে যে সব ফ্যাক্টর, সেই সব ফ্যাক্টর কিছুটা স্তিমিত হয়ে যাওয়ায় থমকে গিয়েছে সোনার দাম বৃদ্ধি।

সোনার দাম বাড়ার পিছনে বেশ কিছু কারণ কাজ করে। আর এর মধ্যে একটা বিরাট কারণ হল ভূ-রাজনৈতিক উত্তেজনা। যে কারণে, গোটা পৃথিবীর কোথাও কোনও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেই দাম বাড়তে থাকে সোনার। কিন্তু ২০২৫ সালে এখনও পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আর এর মধ্যে ২৩ শতাংশের বেশি দাম বেড়েছে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই। তারপর সোনার দাম আর সেভাবে বাড়েনি। এতে বিনিয়োগকারীদের ‘মন খারাপ’ হলেও দাম আর বাড়বে না ভেবে একটু স্বস্তিতে মধ্যবিত্ত।
১ লক্ষ ছুঁয়ে ফেলার পর সোনার দাম হঠাৎ থমকে গেল কেন? আসলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে যে সব ফ্যাক্টর, সেই সব ফ্যাক্টর কিছুটা স্তিমিত হয়ে যাওয়ায় থমকে গিয়েছে সোনার দাম বৃদ্ধি। বছরের শুরুর দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে মন্তব্য গোটা বিশ্ব-বাণিজ্যের সমীকরণে প্রভাব ফেলে। যার ফলে বাজারে বিরাট অনিশ্চয়তা তৈরি হয়। ফলে বছরের শুরুর দিকে সোনার চাহিদা বেড়ে গিয়েছিল। পরবর্তীতে ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতি ও তারপর ইরান-ইজরায়েলের সংঘাত সোনার দাম বৃদ্ধিকে তরান্বিত করে। আর এই সময় আমেরিকার ফেডারেল রিজার্ভ প্রচুর পরিমাণে সোনা কিনতে থাকে। ফলে, চড়চড়িয়ে বাড়তে থাকে সোনার দাম।
গত ৪ মাসে রাজনৈতিক ঝুঁকি অনেকটা কমেছে। স্থিতাবস্তা এসেছে বিশ্বের রাজনীতিতে। ফলে, অনেক দেশই তাদের সোনা কেনার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে। আর সেই কারণেই বেশ খানিকটা থমকে গিয়েছে সোনার দাম বৃদ্ধি।
