Gold Price Today: সামনেই বিয়ের ডেট? আজ সস্তা হল সোনা-রুপো, শেষ মুহূর্তে কেনাকাটির সুবর্ণ সুযোগ এখনই

Gold-Silver Rate: আর শীতকাল মানেই তো বিয়ের মরশুম। কম-বেশি সকলেই নিমন্ত্রণ পেয়েছেন। বিয়েবাড়ি মানেই তো সাজগোজ আর জমিয়ে খাওয়া-দাওয়া। বিয়ের সাজ সোনা ছাড়া অসম্পূর্ণ। বিয়েতে সোনার গহনা চাই-ই চাই। 

Gold Price Today: সামনেই বিয়ের ডেট? আজ সস্তা হল সোনা-রুপো, শেষ মুহূর্তে কেনাকাটির সুবর্ণ সুযোগ এখনই
সোনা-রুপোর দাম কমল আজ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 25, 2024 | 8:50 AM

কলকাতা: আর হালকা আমেজ নয়, এবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আর শীতকাল মানেই তো বিয়ের মরশুম। কম-বেশি সকলেই নিমন্ত্রণ পেয়েছেন। বিয়েবাড়ি মানেই তো সাজগোজ আর জমিয়ে খাওয়া-দাওয়া। বিয়ের সাজ সোনা ছাড়া অসম্পূর্ণ। বিয়েতে সোনার গহনা চাই-ই চাই।  বিয়ের মরশুমে সোনার দাম বেশ কিছুদিন পর আজ আবার কমল।  পাশাপাশি রুপোর দামও কমেছে কিছুটা।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ২৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

রুপোর দামও আজ কিছুটা কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।