Gold Price Today: Iran-Israel War, ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কমছে সোনার দাম, হাসি ফুটছে মধ্যবিত্তের! এটাই সময় কমদামে সোনা কেনার?
Gold Price: যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৭ জুন হঠাৎ কমে গেল সোনার দাম। কলকাতায় ১০ গ্রাম গয়নার সোনার দাম নামল ৯২ হাজার টাকায়।

সোনার দামে হঠাৎই উলটপুরণ। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে মনে করা হয়েছিল সোনার দাম বাড়বে চড়চড়িয়ে। কিন্তু সে গুড়ে বালি! ১৭ জুন হঠাৎই কমে গেল সোনার দাম। কলকাতায় ১০ গ্রাম গয়নার সোনার দাম নামল ৯২ হাজার টাকায়।
২৪ ক্যারেট সোনার দাম
কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৩১০ টাকা। ১৭ জুন সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪০ টাকায়। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১০ হাজার ৪৪ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার দাম হয়েছে ৯২ হাজার টাকা। ১ গ্রাম সোনার দাম হয়েছে ৯ হাজার ২০০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৭৫ হাজার ৩৩০ টাকা। ১৭ জুন এই সোনার দাম বেড়েছে ৯৮০ টাকা।
রুপোর দাম
সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। খুচরো রুপো ও রুপোর বাট দুই ক্ষেত্রেই ১০০ গ্রামের দাম বেড়েছে ৩০ টাকা। খুচরো রুপোর দাম হয়েছে ১০ হাজার ৭৩৫ টাকা। রুপোর বাটের দাম হয়েছে ১০ হাজার ৭২৫ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





