Gold Price: সোনা কেনার প্ল্যান থাকলে এখনই কিনে ফেলুন, আপাতত লাগাম পড়েছে দামে
Gold-Silver price: সোনার দামে কিছুটা স্থিতি এলেও রুপোর দামে ওঠা-নামা চলছে। গত শুক্রবার সোনার দাম একধাক্কায় ৩০০ টাকা কমার পর শনিবার দাম কমে ৩০০ টাকা। আবার গত রবিবার দর অপরিবর্তিত থাকলেও সোমবার ২০০ টাকা দাম বাড়ে। আজ, মঙ্গলবারও সেই গতি বজায় রয়েছে।
কলকাতা: সামনে বিয়েবাড়ি রয়েছে? সোনা কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই কিনে ফেলুন। আপাতত সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বলা যায়, ক্রিসমাস ইভ থেকেই সোনার দামে কিছুটা স্থিতি হয়েছে। এমনিতেই সোনার দাম আকাশছোঁয়া। লাফিয়ে-লাফিয়ে বাড়ছে দাম। এর মধ্যে টানা কয়েকদিন সোনার দাম স্থিতিশীল হওয়া ক্রেতা ও বিক্রেতা- উভয়ের কাছেই কিছুটা স্বস্তিদায়ক।
আজ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ৪৯০ টাকা। গত দু-দিন ধরেই এই দাম রয়েছে। একইভাবে এদিন শহরে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ২০০ টাকা। গত শুক্র ও শনি সোনার দামের হার ঊর্ধ্বমুখী থাকলেও গত দু-দিন ধরে এই একই দাম রয়েছে। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনারও সোমবারের মতো এদিনের দাম রয়েছে ৪৭ হাজার ৬২০ টাকা।
অন্যদিকে, সোনার দামে কিছুটা স্থিতি এলেও রুপোর দামে ওঠা-নামা চলছে। গত শুক্রবার সোনার দাম একধাক্কায় ৩০০ টাকা কমার পর শনিবার দাম কমে ৩০০ টাকা। আবার গত রবিবার দর অপরিবর্তিত থাকলেও সোমবার ২০০ টাকা দাম বাড়ে। আজ, মঙ্গলবারও সেই গতি বজায় রয়েছে। এদিনও রুপোর দাম ২০০ টাকা বেড়েছে। ফলে কলকাতায় ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৯ হাজার ২০০ টাকা।
রুপোর দাম বাড়লেও প্ল্যাটিনামের দাম নিম্নগামী। সোমবারের তুলনায় এদিন প্ল্যাটিনামের দাম এক ধাক্কায় ৬০০ টাকা কমেছে। ফলে এদিন শহরে ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৬২ হাজার টাকা।