Gold Price Kolkata: সব ট্রাম্পের কারসাজি! আর ক’দিন পরই দেড় লাখ হয়ে যাবে সোনা?
Gold-Silver Rate in Kolkata on 8 January 2026: ভেনেজ়ুয়েলায় আমেরিকা অভিযান চালাতেই আরও চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। সপ্তাহন্তে সামান্য হলেও স্বস্তি মিলল সোনার দামে। সামান্য কমল সোনার দাম। সামনেই যেহেতু বিয়ের মরশুম, তাই অনেকেরই সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে।

কলকাতা: নতুন বছরের শুরুতেই হু হু করে চড়েছিল সোনার দাম। তার উপরে ভেনেজ়ুয়েলায় আমেরিকা অভিযান চালাতেই আরও চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। সপ্তাহন্তে সামান্য হলেও স্বস্তি মিলল সোনার দামে। সামান্য কমল সোনার দাম। সামনেই যেহেতু বিয়ের মরশুম, তাই অনেকেরই সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে। সেখানেই এত চড়া দামে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজ়ুয়েলার সঙ্কট যদি আরও ঘনীভূত হয় বা আমেরিকা-রাশিয়া মুখোমুখি সংঘাতে জড়ায়, তাহলে সোনার দাম দেড় লাখ টাকার গণ্ডিও পার করে যেতে পারে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৮ জানুয়ারি কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৮২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ৮২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৬৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৬৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৩৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৩৭ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম কমলেও, রুপোর দাম কিন্তু আজও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ২৫ হাজার ৭১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।
