Gold Price on 12 September: একসঙ্গে কমে গেল সোনা-রুপোর দাম, আজকেই সেরা সুযোগ গহনা কেনার, আগেই সোনার দর জেনে নিন
Gold Silver Price in kolkata on 12 September, 2025: ইতিমধ্যেই লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছে ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম। লাখের কাছাকাছি এগোচ্ছে ১৮ ক্যারেটের সোনাও। তবে আজ সামান্য হলেও কমেছে সোনার দাম। রুপোর দামও কমেছে।

কলকাতা: দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে সোনার দাম। ইতিমধ্যেই লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছে ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম। লাখের কাছাকাছি এগোচ্ছে ১৮ ক্যারেটের সোনাও। তবে আজ সামান্য হলেও কমেছে সোনার দাম। রুপোর দামও কমেছে। আজ যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে কত দাম পড়বে, জেনে নিন-
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ১২ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৪৯৯ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১১ লক্ষ ৪ হাজার ৯৯০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ১ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১০ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ২৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮২ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ পড়বে ১২ হাজার ৯৮০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
