Google Layoff: AI খাচ্ছে চাকরি, আবার ছাঁটাইয়ের পথে Google, এবার কার চাকরি যাবে?

Job Cut: রিপোর্ট অনুযায়ী, গুগল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টুল ব্যবহার করছে। এই টুল ব্যবহার করেই গুগল তাদের বিজ্ঞাপন তৈরি করার চেষ্টা করছে। এই টুল ব্যবহারে সড়গড় হয়ে গেলেই কর্মী ছাঁটাই করবে গুগল। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে এর আগেই গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, "অত্যন্ত কঠিন হলেও, এই সিদ্ধান্ত জরুরি ছিল।" 

Google Layoff: AI খাচ্ছে চাকরি, আবার ছাঁটাইয়ের পথে Google, এবার কার চাকরি যাবে?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 7:30 AM

সান ফ্রান্সিসকো: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আসার পরই প্রযুক্তির জগতে এসেছে বিরাট পরিবর্তন। চাকরির জগতেও এসেছে বদল। মানুষের চাকরি খেয়ে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। বিভিন্ন সংস্থায় যতই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে, ততই চাকরি চলে যাচ্ছে সাধারণ মানুষের। আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে গুগল। এবার একধাক্কায় প্রায় কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল।

গুগল সূত্রে জানা গিয়েছে, এবার বিজ্ঞাপন বিভাগে থাবা বসাতে চলেছে টেক জায়ান্ট। বর্তমানে ৩০ হাজার কর্মী রয়েছে গুগলের বিজ্ঞাপন শাখায়, সেখান থেকেই প্রায় কয়েক হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছিল গুগল।

রিপোর্ট অনুযায়ী, গুগল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টুল ব্যবহার করছে। এই টুল ব্যবহার করেই গুগল তাদের বিজ্ঞাপন তৈরি করার চেষ্টা করছে। এই টুল ব্যবহারে সড়গড় হয়ে গেলেই কর্মী ছাঁটাই করবে গুগল।

প্রসঙ্গত, ২০২১ সালেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্যাম্পেন প্ল্যানার পারফরম্যান্স ম্যাক্স এনেছিল গুগল। বহু বিজ্ঞাপনদাতাই বর্তমানে পারফরম্যান্স ম্যাক্স টুলটি ব্যবহার করে।

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে এর আগেই গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, “অত্যন্ত কঠিন হলেও, এই সিদ্ধান্ত জরুরি ছিল।”