AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electronics Gets Cheaper: দুর্গাপুজোর আগে কোন কোন ইলেকট্রনিক জিনিসের দাম কমল? কেনার আগে নতুন GST জেনে নিন

GST Slab Change: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে একাধিক ইলেকট্রনিক পণ্যের উপরে জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। ২৮ শতাংশের জিএসটি স্ল্যাবে থাকা বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উপরে এবার থেকে মাত্র ১৮ শতাংশ জিএসটি বসবে। 

Electronics Gets Cheaper: দুর্গাপুজোর আগে কোন কোন ইলেকট্রনিক জিনিসের দাম কমল? কেনার আগে নতুন GST জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Sep 04, 2025 | 12:16 PM
Share

নয়া দিল্লি: জিএসটিতে আমূল পরিবর্তন। বদলে গেল জিএসটির স্ল্যাব। এবার আর ৪টি নয়, থাকবে ২টি স্ল্যাব। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্য়াব তুলে নেওয়া হল। এর ফলেই দাম কমছে বিভিন্ন পণ্যের। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটির হার কার্যকর হচ্ছে। অর্থাৎ উৎসবের মরশুমেই দাম কমবে খাদ্যদ্রব্য় থেকে শুরু করে গাড়ি-বাইকের। ইলেকট্রনিক পণ্যেরও দাম কমবে অনেকটাই। কী কী জিনিসের দাম কমছে, দেখে নিন-

মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে একাধিক ইলেকট্রনিক পণ্যের উপরে জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। ২৮ শতাংশের জিএসটি স্ল্যাবে থাকা বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উপরে এবার থেকে মাত্র ১৮ শতাংশ জিএসটি বসবে।  একধাক্কায় ১০ শতাংশ কর কমে যাওয়ায়, দাম কমবে অনেকটাই।

জিএসটি কাউন্সিলের তরফে ঘোষণা করা হয়েছে যে টেলিভিশন, এয়ার কন্ডিশনারের দাম কমতে চলেছে এবার। ২৮ শতাংশের স্ল্যাবে এতদিন ছিল এয়ার কন্ডিশনার, ৩২ ইঞ্চির বেশি আয়তনের এলসিডি ও এলইডি টিভি। এগুলির উপরে এবার থেকে ১৮ শতাংশ জিএসটি বসবে। পাশাপাশি মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিনের দামও কমতে চলেছে পুজোর আগেই, কারণ এই ইলেকট্রনিক পণ্যগুলির উপরেও জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

একদিকে যেমন বিরাট কর ছাড় ঘোষণা করা হয়েছে, তেমনই আবার সিগারেট, মদ, পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ কর বসতে চলেছে। ঠান্ডা পানীয়তেও বসবে ৪০ শতাংশ কর। পাশাপাশি বড় গাড়িতেও এবার অতিরিক্ত কর দিতে হবে।