AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay Mallya Net Worth: ‘King Of Good Times’, একদা কোটিপতি বিজয় মাল্যর বর্তমানে কত সম্পত্তি রয়েছে?

Vijay Mallya: ২০১৩ সালে বিজয় মাল্যর সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ কোটি ডলার। আর ২০২২ সালে 'ইন্ডিপেন্ডেন্ট ইউকে'-এর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর এই সম্পদের পরিমাণ বেড়েছে বেশ অনেকটাই।

Vijay Mallya Net Worth: 'King Of Good Times', একদা কোটিপতি বিজয় মাল্যর বর্তমানে কত সম্পত্তি রয়েছে?
| Updated on: Jun 08, 2025 | 3:41 PM
Share

সম্প্রতি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরই আলোচনায় উঠে এসেছে বিজয় মাল্যর নাম। এর মধ্যে আবার ভাইরাল হয়েছে বিজয় মাল্যর একটি পডকাস্টও। কিন্তু ২০১৩ সালে যে মানুষের সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ কোটি ডলার, তার বর্তমান সম্পত্তির পরিমাণ কত?

মাত্র ২৮ বছর বয়সে ইউনাইটেড ব্রিউয়ারিসের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিজয় মাল্য। তারপর নিজের ব্যবসাকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে দেন তিনি। যার মধ্যে ছিল বিমান থেকে রিয়েল এস্টেটের ব্যবসা। ‘King Of Good Times’ হিসাবে পরিচিত বিজয় মাল্যর দেশ ছেড়ে চলে যাওয়া অত্যন্ত বিতর্কিত।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৩ সালে বিজয় মাল্যর সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ কোটি ডলার। আর ২০২২ সালে ‘ইন্ডিপেন্ডেন্ট ইউকে’-এর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর এই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২০ কোটি ডলারে।

সূত্র বলছে নিউয়র্কের ট্রাম্প প্লাজায় বিজয় মাল্যর একটি পেন্ট হাউস রয়েছে যা তিনি ২০১০ সালে ২৪ লক্ষ ডলারে কিনেছিলেন। এ ছাড়াও ওই ট্রাম্প প্লাজায় তাঁর ৩টি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে বলে খবর। এর মধ্যে ২টো ফ্ল্যাট নাকি তাঁর মেয়ের সঙ্গে যৌথভাবে কেনা। এ ছাড়াও ফ্লান্সের কান শহরের কাছে সেন্ট মার্গারেট দ্বীপে লে গ্রান্দে জার্ডিন এস্টেটের মালিকও বিজয় মাল্য।