Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

How To Claim Gratuity: চাকরি ছেড়ে দেওয়ার পর কীভাবে গ্র্যাচুইটি ক্লেম করবেন, জানেন?

Personal Finance: কোনও কর্মচারী কোনও সংস্থায় টাকা ৫ বছর ধরে চাকরি করলে সেই কর্মী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। যদিও ৫ বছরের আগে ওই কর্মী যদি মারা যান বা শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তাহলে সেই অবস্থাকে বিবেচনার মধ্যে নিয়ে আসা হয় না।

How To Claim Gratuity: চাকরি ছেড়ে দেওয়ার পর কীভাবে গ্র্যাচুইটি ক্লেম করবেন, জানেন?
Follow Us:
| Updated on: Feb 14, 2025 | 10:48 PM

যখন সাধারণ ভারতীয় মাত্রেই শুধুমাত্র ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখত তখন থেকে আজ পর্যন্ত, যখন ভারতীয়দের কাছে বিনিয়োগের পন্থা অনেকাংশে বদলে গিয়ে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড এসেছে তখনও একটা জায়গা সেই আগের মতোই রয়েছে। যেটা হল এমপ্লইয়িস প্রভিডেন্ট ফান্ড বা EPF ও গ্রাচ্যুইটি। কোনও কর্মী সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মতর থাকলে তাকে সংস্থার তরফ থেকে একটা বড় অঙ্কের অর্থ দেওয়া হয়, এটাকেই গ্র্যাচুইটি বলে। দীর্ঘদিন কোনও সংস্থায় কাজ করার পর যখন সেই কর্মী চাকরি ছেড়ে দেন বা তাঁকে বরখাস্ত করা হয়, তখন তাঁকে গ্র্যাচুইটি দিতে হয়।

কোনও কর্মচারী কোনও সংস্থায় টাকা ৫ বছর ধরে চাকরি করলে সেই কর্মী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। যদিও ৫ বছরের আগে ওই কর্মী যদি মারা যান বা শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তাহলে সেই অবস্থাকে বিবেচনার মধ্যে নিয়ে আসা হয় না।

কীভাবে গ্র্যাচুইটি ক্লেম করবেন?

কাউকে গ্র্যাচুইটি ক্লেম করতে গেলে ‘ফর্ম ১’ ফিলআপ করে সংস্থার কাছে সাবমিট করতে হয়। এই ফর্মে সমস্ত তথ্য যেমন, নাম, ঠিকানা, ডিপার্টমেন্ট বা বিভাগ, সংস্থায় জয়েনিংয়ের তারিখ, সংস্থা ছাড়ার তারিখ, কতদিন ওই সংস্থায় চাকরি করেছেন, শেষ মাসে কত টাকা স্যালারি পেয়েছেন সব কিছুর উল্লেখ থাকে। একটা খুবই সহজ ফর্মুলায় কে কত টাকা গ্র্যাচুইটি পাবেন, তা হিসাব করা যায়। গ্র্যাচুইটি = (শেষ মাসের স্যালারি X ১৫/২৬) X কত বছর চাকরি করেছেন। আর শেষ মাসের স্যালারিতে অবশ্যই বেসিক ও ডিএ থাকতে হবে। যদি ওই কর্মী মারা যান তাহলে তাঁর আইনত যে উত্তরাধিকারী তাকে ফর্ম জে বা ফর্ম কে সাবমিট করতে হবে। সঙ্গে ওই কর্মীর মৃত্যুর শংসাপত্র।

গ্র্যাচুইটি পেতে কতদিন সময় লাগে?

১৯৭২ সালের গ্র্যাচুইটি আইন অনুযায়ী ওই ফর্ম জমা পড়ার পর সরকারি হিসাব অনুযায়ী যে দিন দেওয়ার তারিখ নির্ধারিত হবে তার ৩০ দিনের মধ্যে গ্র্যাচুইটির টাকা ওই কর্মীকে দিতে হবে। যদি সময়ের মধ্যে গ্র্যাচুইটি দেওয়া না হয় তাহলে তার উপর সুদ দেওয়ার নিয়মও রয়েছে। তবে গ্র্যাচুইটির পরিমাণ যদি ২০ লক্ষ টাকার কম হয় তবে তাতে কোনওপ্রকার আয়কর দিতে হয় না।