SBI Account: ব্যাঙ্কে যেতে হবে না! বাড়ি বসেই State Bank-এ অ্যাকাউন্ট খুলুন এই উপায়ে
State bank Of India: যাদের দেশের সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে অ্যাকাউন্ট নেই তাঁরা বাড়িতে বসেই এসবিআইতে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যন্ত প্রয়োজনীয়। প্রায় প্রত্যেকেরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তাসত্ত্বেও অনেকে বিভিন্ন প্রয়োজনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা ভাবে। যাদের দেশের সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে অ্যাকাউন্ট নেই তাঁরা বাড়িতে বসেই এসবিআইতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিয়ো কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে, টুইট করে একথা জানিয়েছে ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক পরিচালিত ইয়োনো অ্যাপ থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে। শিক্ষিত এবং ১৮ বছর বা তার বেশি বয়সীরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, তারা এই উপায়ে অ্যাকাউন্ট খুলতে পারেবন। কীভাবে অনলাইনে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন জেনে নিন…
কোন কোন নথি প্রয়োজন?
অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য প্যান কার্ড ও আধার নম্বর থাকা বাধ্যতামূলক।
আধার কার্ডে গ্রাহকের বর্তমান ঠিকানা এবং আধার তৈরির সময় দেওয়া মোবাইল নম্বরও প্রয়োজন। মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে।
অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহককে ভারতে থাকতে হবে।
কীভাবে খুলবেন এসবিআই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট?
প্রথমেই মোবাইলে ইয়োনো অ্যাপ ডাউনলোড করতে হবে।
এবার SBI-তে ক্লিক করার পর Open Savings Account-এ ক্লিক করতে হবে। তারপর Without Branch visit এ ক্লিক করতে হবে। তারপর Insta Plus Savings Account-এ ক্লিক করতে হবে।
এবার আধার ও প্যান কার্ডের তথ্য দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইলে আসা ওটিপি দাখিল করতে হবে।
এবার অন্যান্য তথ্য দাখিল করতে হবে এবং ভিডিয়ো কলের সময় নির্ধারণ করতে হবে।
এবার ইয়োনো অ্যাপে লগইন করে ভিডিয়ো কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এবং ব্যাঙ্কের আধিকারিকদের ভেরিফিকেশনের পর অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।