AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheque Book Sign: Cancelled Cheque লেখার আগে সাবধান! বিপাকে পড়তে পারেন

Cheque book: প্রতিনিয়ত ব্যাঙ্কের কাজকর্ম করতে যারা অভ্যস্ত তারা সকলেই Cancelled Cheque অথবা বাতিল চেকের কথা শুনেছেন।

Cheque Book Sign: Cancelled Cheque লেখার আগে সাবধান! বিপাকে পড়তে পারেন
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 6:26 PM
Share

ব্যাঙ্ক থেকে টাকা তোলার প্রথাগত উপায়ের মধ্যে প্রধান হল চেকবুক। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে টাকা লেনদেনের অনেক উপায় তৈরি হলেও এখনও প্রচুর মানুষ প্রথাগত ভাবে অথবা নির্দিষ্ট কারণে চেক লিখে টাকার লেনদেন করে থাকেন। অনলাইন লেনদেনের বদলে চেক দিয়ে টাকা লেনদেন করা অনেক বেশি নিরাপদ বলেই মনে করা হয়। প্রতিনিয়ত ব্যাঙ্কের কাজকর্ম করতে যারা অভ্যস্ত তারা সকলেই Cancelled Cheque অথবা বাতিল চেকের কথা শুনেছেন। সাধারণ চেক লেখার পদ্ধতির সঙ্গে বাতিল চেক লেখার পদ্ধতির বিস্তর ফারাক রয়েছে। বাতিল চেক লেখার পদ্ধতিতে সামান্য ভুল হলে বড় সমস্যা পড়তে পারেন ব্যাঙ্ক গ্রাহক। তবে যেসব ব্যক্তিরা বাতিল চেকের বিষয়ে জানেন না, তাদের আগে বিষয়টি সম্পর্কে বুঝে নেওয়া উচিত।

Cancelled Cheque কী?

বাতিল চেকের মাধ্যমে টাকা তোলা যায় না, কারণ চেকের ওপর একটি নির্দিষ্ট স্থানে দুটি লাইন টেনে ‘Cancelled’ কথাটি লেখা থাকে। তবে সাধারণ চেকে যা মুদ্রিত থাকে বাতিল চেকেও ব্যাঙ্কের নাম, গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইফএসসি কোডের মতো তথ্যগুলি উল্লেখ করা থাকে। সাধারণভাবে ঋণ নেওয়ার সময় অথবা ইএমআইতে কোনও কিছু ক্রয় করার সময় Cancelled Cheque ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় ফিক্সড ডিপোজিট ও এলআইসির মাসিক প্রিমিয়াম দেওয়ার সময়ও Cancelled Cheque ব্যবহার করা হয়ে থাকে। এমনকী পিএফের টাকা তোলার সময়ও Cancelled Cheque ব্যবহার করা হয়ে থাকে।

Cancelled Cheque লেখার সঠিক পদ্ধতি

  1. বাতিল চেক লেখার জন্য চেক বুকের ওপর দুটি লাইন টেনে ইংরেজিতে ‘Cancelled’ কথাটি লিখে দিতে হবে।
  2. Cancelled Cheque লেখার জন্য বাতিল শব্দটি লিখলেই হবে। সই করার কোনও প্রয়োজন নেই।
  3. ইমিআই দেওয়ার দেওয়ার জন্য এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে।