মাত্র ৫০ টাকা জমিয়ে পান ৩৫ লক্ষ, মালামাল করে দেবে Post Office-এর এই স্কিম!
India Post: গ্রাম সুরক্ষা যোজনা আসলে একটি রুরাল পোস্টাল লাইফ ইন্সিওরেন্স। সবচেয়ে কম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এই বিমা কিনতে পারে।

পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে যা বেশ জনপ্রিয়। আর আমরা তো জানি পোস্ট অফিসে বিনিয়োগে তেমন কোনও ঝুঁকি নেই। ফলে, অনেকেই ডাকঘরের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। আর এই ডাকঘরের এমন কিছু স্কিম রয়েছে যেখানে মাত্র ৫০ টাকা বিনিয়োগ করলে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন আসতে পারে।
গ্রাম সুরক্ষা যোজনা আসলে একটি রুরাল পোস্টাল লাইফ ইন্সিওরেন্স। সবচেয়ে কম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এই বিমা কিনতে পারে। আর সাম অ্যাসিওর্ড ১০ হাজার থেকে ১০ লক্ষ হতে পারে। এই বিমার অধীনে থাকা কোনও ব্যক্তি ৫৫ বছর, ৫৮ বছর ও ৬০ বছর বয়সে তাঁর প্রিমিয়াম বন্ধ করার জন্য আবেদন করতে পারেন।
বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবার সাম অ্যাসিওর্ড বা বিমাকৃত অর্থ ও প্রয়োজনীয় বোনাস পাবে। এই বোনাসের ব্যাপারটা কতদিনের প্রমিয়াম দেওয়া হয়েছে বা পলিসি সারেন্ডার করা হয়েছে কি না, ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আর যদি বিমাকৃত ব্যক্তি পলিসির ম্যাসিওরিটির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তিনি সাম অ্যাসিওর্ড ও পুরো বোনাস পাবেন।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, কোনও ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ মাসিক ১ হাজার ৫১৫ টাকা বা দৈনিক ৫০ টাকার আশেপাশে। আর এই স্কিম যখন ম্যাচিওর্ড হবে তখন ৩৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন আসতে পারে।
