AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UN on India: চিন-আমেরিকাকে ছাপিয়ে ‘ভেলকি’ দেখাবে ভারত! রাষ্ট্রপুঞ্জ দিল বড় ইঙ্গিত

India Fastest Growing Economy: রাষ্ট্রপুঞ্জ প্রকাশিত সেই ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রোসপেক্ট রিপোর্টে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে ভারতের আর্থিক গতি ০.৩ শতাংশ কমেছিল ঠিকই। কিন্তু বছর শেষ হতে হতে ভারতের বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ৬.৩ শতাংশের বেশি।

UN on India: চিন-আমেরিকাকে ছাপিয়ে 'ভেলকি' দেখাবে ভারত! রাষ্ট্রপুঞ্জ দিল বড় ইঙ্গিত
প্রতীকী ছবি Image Credit source: Getty Image | PTI
Follow Us:
| Updated on: May 16, 2025 | 12:32 PM

নয়াদিল্লি: অর্থনৈতিক গতিতে নজির গড়ছে ভারত। এমনই দাবি করল রাষ্ট্রপুঞ্জ। প্রতিবছরই মাঝামাঝি সময় একটি রিপোর্ট পেশ করে তারা। এবার সেই রিপোর্টেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপুঞ্জ। তারা জানিয়েছে, গোটা বিশ্বে দ্রুতহারে বৃদ্ধি পাওয়া বৃহত্তম অর্থনীতির দেশগুলির মধ্যে ভারত অন্যতম। যারা চলতি বছরে ৬.৩ শতাংশ আর্থিক বৃদ্ধি পেতে পারে বলেই অনুমান।

রাষ্ট্রপুঞ্জ প্রকাশিত সেই ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রোসপেক্ট রিপোর্টে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে ভারতের আর্থিক গতি ০.৩ শতাংশ কমেছিল ঠিকই। কিন্তু বছর শেষ হতে হতে ভারতের বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ৬.৩ শতাংশের বেশি। সেখানে দাঁড়িয়ে চিনের বৃদ্ধি আনুমানিক ৪.৮ শতাংশ ও আমেরিকার মাত্র ১.৬ শতাংশ। তবে খুশির খবর দেওয়ার পাশাপাশি নিজেদের রিপোর্টে একটা আশঙ্কার কথাও প্রকাশ করেছে তারা।

রিপোর্টে রাষ্ট্রপুঞ্জের দাবি, গোটা বিশ্বে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘর্ষ, বাণিজ্যিক টালবাহানা, সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই সঙ্গীন। যা প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনৈতিক ‘করিডরে’। রাষ্ট্রপুঞ্জের এই মন্তব্য সায় দিয়েছে ইকনোমিক অ্যানালিসিস ও পলিসি ডিভিশনের কর্তা শান্তুনু মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘বিশ্ব অর্থনীতির জন্য সত্যিই একটা চিন্তাদায়ক আবহ তৈরি হয়েছে।’

প্রসঙ্গত, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে কিন্তু ‘আশার আলো’ দেখিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMFও। তাদের দাবি, চতুর্থ থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথেও ভারতের বেশিদিন লাগবে না। ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে ভারতের জিডিপি হতে পারে ৪১৮৭.০১৭ বিলিয়ন মার্কিন ডলার। শতাংশের হারে বৃদ্ধি দেখা যাবে, প্রায় ৬.২ শতাংশ।