Donald Trump-এর নিশানায় ভারত! Russia-র সঙ্গে ব্যবসা করলে ৫০০ শতাংশ শুল্ক বসাবে USA?
USA on India and China: বিল পেশ করার সঙ্গে সঙ্গে এই বিলের লক্ষ্যে কে বা কারা, তাও স্পষ্ট করে দিয়েছিলেন ওই সেনেটর। আর এই তেল বাণিজ্য জারি থাকলে ভারত ও চিনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।

ট্রাম্পের শুল্ক নিয়ে যুদ্ধ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ‘আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যহত রাখলে চাপানো হবে ৫০০ শতাংশ শুল্ক’- এমনই একটি বিলকে এবার সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম আগেই আমেরিকান কংগ্রেসে এই বিল পেশ করেছিলেন।
বিল পেশ করার সঙ্গে সঙ্গে এই বিলের লক্ষ্যে কে বা কারা, তাও স্পষ্ট করে দিয়েছিলেন ওই সেনেটর। তিনি বলেন, “রাশিয়া থেকে ভারত ও চিন অনেক পরিমাণে তেল কেনে। তাদের এই তেল কেনা ভ্লাদিমির পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ায় মদত দিচ্ছে”। আর এই তেল বাণিজ্য জারি থাকলে ভারত ও চিনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইতিমধ্যে চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করছে ভারত। এমনকি জুলাই মাসের ৯ তারিখের মধ্যে ভারত-মার্কিন আভ্যন্তরীণ চুক্তি সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। তবে, রিপাবলিকান সেনেটরের এই প্রস্তাবকে সমর্থন করেছে ডেমোক্র্যাট শিবিরও।
২০২৫ সালের মে মাসের তথ্য বলছে, ভারত রাশিয়া থেকে দৈনিক ১৯ লক্ষ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল। জুন মাসে এই আমদানি ছাপিয়ে গিয়েছে ২০ লক্ষ ব্যারেল। ভারত ও চিন তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৭০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করে। রিপাবলিকান ওই সেনেটর বলছেন, রাশিয়া থেকে আমদানি আটকাতে পারলেই দুর্বল হয়ে পড়বে পুতিনের দেশের অর্থনীতি।
