Indian Economy: গোটা পৃথিবী ধাক্কা খেলেও টগবগিয়ে দৌড়বে ভারতের অশ্বমেধের ঘোড়া, ২০২৬ পর্যন্ত ভারতের অর্থনীতির উপর ভরসা মর্গ্যান স্ট্যানলির!
GDP: মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে বলছে, ২০২৪ সালে বিশ্বের গড় অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৩.৫ শতাংশ। আর সেই বৃদ্ধি ২০২৫ সালে গিয়ে দাঁড়াবে ২.৫ শতাংশে।

আগামী ২০২৬ সালের মধ্যে গোটা পৃথিবী একটা অর্থনৈতিক স্লো ডাউনের মধ্যে দিয়ে যাবে, জানিয়েছে আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কোম্পানি মর্গ্যান স্ট্যানলি। তারা আশা করছে গোটা বিশ্বের অর্থনীতি যখন প্রয় মুখ থুবড়ে পড়বে সেই সময় আশার আলো দেখাবে ভারতই। তাদের রিপোর্টে বলা হয়েছে যে, তারা আশা করছে ২০২৪-এর থেকে ২০২৫ সালে গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি বেশ কিছুটা কমে যাবে। আর এই অর্থনৈতিক বৃদ্ধির ধাক্কা খাওয়ার কারণ হিসাবে তারা মার্কিন বাণিজ্যনীতি ও তার কারণে সৃষ্ট অনিশ্চয়তাকেই দায়ী করছেন।
মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে বলছে, ২০২৪ সালে বিশ্বের গড় অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৩.৫ শতাংশ। আর সেই বৃদ্ধি ২০২৫ সালে গিয়ে দাঁড়াবে ২.৫ শতাংশে। তারা রিপোর্টে আরও জানিয়েছে ২০২৪-এ আমেরিকার জিডিপি ছিল ২.৫ শতাংশ। সেটা ২০২৫ সালে গিয়ে দাঁড়াবে ১ শতাংশে। একই রকম ভাবে চাপে পড়োবে ইউরোপীয় দেশগুলোও। তবে এই সবের মধ্যে কিছুটা হলেও ভাল জায়গায় থাকবে চিন। চিনের জিডিপি ২০২৫ সালে ছুঁতে পারে ৪ শতাংশ। ২০২৬ সালে যা ছুঁয়ে ফেলবে ৪.২ শতাংশ।
বিশ্ব জুড়ে অর্থনৈতিক স্লো ডাউনের মধ্যে একমাত্র আশার আলো দেখাচ্ছে ভারতের অর্থনীতি। মর্গ্যান স্ট্যানলি বলছে, ২০২৫ সালে ভারতের জিডিপি ৫.৯ শতাংশ থাকবে। আর এই বৃদ্ধি ২০২৬ সালে পৌঁছে যাবে ৬.৪ শতাংশে।
