AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: স্থিতিশীল ভারতের শেয়ার বাজার, যুদ্ধের আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ছে পাকিস্তানের শেয়ার সূচক

Share Market News: স্থিতিশীল ভারতের শেয়ার বাজার, যুদ্ধের আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ছে পাকিস্তানের শেয়ার সূচক

Share Market News: স্থিতিশীল ভারতের শেয়ার বাজার, যুদ্ধের আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ছে পাকিস্তানের শেয়ার সূচক
| Updated on: May 05, 2025 | 11:20 AM
Share

নতুন মাসের প্রথম কাজের দিন, আজ ২ মে। আজ মাত্র ১২ পয়েন্ট বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স বেড়েছে ২৫৯ পয়েন্ট।

আজ সামান্য সামলে নিলেও গত ৮ দিনে প্রায় ৭ হাজার পয়েন্ট পড়েছে পাকিস্তানের শেয়ার সূচক।

ভারতের বেঞ্চমার্ক সূচক যখন সামান্য বাড়ছে তখন চড়চড়িয়ে বেড়েছে জাপান ও চিনের সূচক। জাপানি সূচক নিক্কেই বেড়েচেহ ৩৭৮ পয়েন্ট। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৩৮৫ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে জুলুন্দর মোটর এজেন্সি, স্পোর্টকিং ইন্ডিয়া, জোডিয়াক ক্লোথিং। এছাড়াও বেড়েছে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিসেস ও ফোর্স মোটরস লিমিটেডের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ পড়েছে গোদরেজ অ্যাগ্রোভেট, জি-টেক জৈনক্স এডুকেশন, বৈশালি ফার্মা, মালু পেপার মিলস, ফোনিক্স মিলসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৩৩ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এবিবি ইন্ডিয়া।
  • ১০ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে গুজরাট ইনট্রাক্স লিমিটেড।
  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে নিট্টা জিলেটিন, বিজয় টেক্সটাইল ও সানোফি কনজিউমার হেলথকেয়ার।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে জিন্দাল শ লিমিটেড, মারিকো, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ভি মার্ট রিটেল।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ধানি সার্ভিসেস, গোদরেজ প্রপার্টিজ, নিউজেন সফটওয়্যার টেক, আরআর কেবল।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইউপিএল, নবীন ফ্লুওরিন ইন্টারন্যাশনাল, ভারতী হেক্সাকম, মাজাগনপ ডক শিপবিল্ডার্স ও করমণ্ডল ইন্টারন্যাশনাল।
  • আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে সুইগি, রামকৃষ্ণ ফোর্জিং ও প্রাজ ইন্ডাস্ট্রিজ।

*২ মে বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।