AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: আজ ফের পড়ল বাজার, লোয়ার সার্কিটে ২ সংস্থা!

Indian Market Update: আজ ১৪.২০ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ২৯.৪৭ পয়েন্ট পড়ল বিএসই সেনসেক্স। যদিও এর মধ্যেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে একাধিক সংস্থা।

Share Market News: আজ ফের পড়ল বাজার, লোয়ার সার্কিটে ২ সংস্থা!
Image Credit: Yuichiro Chino/Moment/Getty Images
| Updated on: Feb 18, 2025 | 9:02 PM
Share

গতকাল সামান্য ওঠার পর আজ ফের পড়ল ভারতের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স। আজ ১৪.২০ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ২৯.৪৭ পয়েন্ট পড়ল বিএসই সেনসেক্স। যদিও এর মধ্যেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে একাধিক সংস্থা। ইউকো ব্যাঙ্ক, পিভিআর আইনক্স, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, কাজারিয়া সেরামিক, বরুণ বেভারেজেস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য।

আজ আপার সার্কিট হিট করেছে টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমস লিমিটেড। এই ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ না বাড়লেও বেড়েছে সংস্থার প্রফিট। গত অর্থবর্ষে ক্ষতির মুখ দেখা সংস্থার প্রফিট এবারে পৌঁছেছে প্রায় ৩ কোটিতে। এ ছাড়াও আজ বেড়েছে গ্ল্যাক্সোস্মিথকাইন ফার্মাসিউটিক্যালস, আদানি উইলমারের মতো সংস্থাও।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমসের শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে মিটকন কনসাল্টেন্সি, আয়ন টেক সলিউশনস, গ্ল্যাক্সোস্মিথকাইন ফার্মাসিউটিক্যালস, আদানি উইলমারের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

গতকালের পর আজ ফের লোয়ার সার্কিট হিট করেছে সুরাটওয়ালা বিজনেস গ্রুপের শেয়ারের দাম। এ ছাড়াও লোয়ার সার্কিট হিট করেছে ওয়ানলাইফ ক্যাপিটালের শেয়ারের দাম। আজ পড়েছে জিকে ওয়্যারস, ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, থেমিস মেডিকেয়ারের শেয়ারের দামও।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল জিলেট ইন্ডিয়া। শেয়ার প্রতি ৬৫ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল ভারত ফোর্জ।
  • শেয়ার প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দিল হ্যাল।

*১৮ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।