AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: পরপর দু’দিন ঊর্ধ্বমূখী ভারতের বাজার, ৯০০-র বেশি পয়েন্ট বাড়ল স্মলক্যাপ সূচক!

Sensex, Nifty 50: গতকালের পর আজও বেশ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ৭৩ পয়েন্ট বাড়ল নিফটি ৫০ ও ১৪৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স।

Share Market News: পরপর দু'দিন ঊর্ধ্বমূখী ভারতের বাজার, ৯০০-র বেশি পয়েন্ট বাড়ল স্মলক্যাপ সূচক!
| Updated on: Mar 19, 2025 | 5:05 PM
Share

আজ ১৯ মার্চ, গতকালের পর আজও বেশ খানিকটা বাড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ৭৩ পয়েন্ট বাড়ল নিফটি ৫০ ও ১৪৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স।

গতকালের মতো চড়চড়িয়ে না বাড়লেও আজ ৩৮৮ পয়েন্ট বাড়ল নিফটি ব্যাঙ্ক সূচক। যদিও আজই ৩৯৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক। ৯৭৮ পয়েন্ট বেড়েছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক। আজ ৯৮২ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

ভারতের বিভিন্ন সূচক আজ বৃদ্ধি দেখালেও পড়েছে জাপানি সূচক নিক্কেই। ৯৩ পয়েন্ট পড়েছে এই সূচক। যদিও আজও ৩০ পয়েন্টের মতো বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, বিভোর স্টিল টিউবস ও এশিয়ান এনার্জি সার্ভিসেস। এ ছাড়াও আজ বেড়েছে কেসলভেস ইন্ডিয়া ও ব্রুকস ল্যাবেরটোরিসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ কোনও সংস্থা লোয়ার সার্কিট হিট না করলেও আজ পড়েছে উরাভি ডিফেন্স অ্যান্ড টেকনোলজি, সেন্টাম ইলেকট্রনিক্স, মাস্টেক, সাসকেন টেকনোলজিস ও রিলায়েন্স কমিউনিকেশনসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৯ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ক্যাস্ট্রল ইন্ডিয়া।
  • শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রা ট্রাস্ট।
  • আজ ত্রৈমাসিকের রেজাল্ট বেরিয়েছে মাইসোর পেপার মিলসের।
  • ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে মুথুট ফাইন্যান্স, ইন্টারগ্লোব এভিয়েশন, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স ও করমন্ডল ইন্টারন্যাশনাল।
  • কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*১৯ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।