AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: প্রায় ১,২০০ পয়েন্ট উঠল সেনসেক্স, ভারতের বাজার দৌড়াল ঘোড়ার মতো!

Nifty 50, Sensex: চড়চড়িয়ে বাড়ল নিফটি ৫০। ৩২৫ পয়েন্ট বেড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। ১,১৩১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

Share Market News: প্রায় ১,২০০ পয়েন্ট উঠল সেনসেক্স, ভারতের বাজার দৌড়াল ঘোড়ার মতো!
| Updated on: Mar 18, 2025 | 4:19 PM
Share

আজ ১৮ মার্চ, চড়চড়িয়ে বাড়ল নিফটি ৫০। ৩২৫ পয়েন্ট বেড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। ১,১৩১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ ৯৬০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি। ১,১৯৭ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,১০৩ পয়েন্ট। ১,৫৬৪ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

ভারতের সূচকের পাশাপাশি আজ ৪৪৮ পয়েন্ট বেড়েছে জাপানের সূচক নিক্কেই। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৫৯৪ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে উত্তম সুগার মিলস লিমিটেড ও মোবিক্যুইক। এ ছাড়াও বেড়েছে সেন্টাম ইলেকট্রনিক্স, টলব্রস অটোমোটিভ ও রেমন্ডসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে এনএসিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়াও পড়েছে পশুপতি অ্যাক্রিলন, ইনোভানা থিঙ্কল্যাবস, শিবালিক রসায়ন ও ক্যাস্ট্রল ইন্ডিয়ার শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৯ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ক্যাস্ট্রল ইন্ডিয়া।
  • শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রা ট্রাস্ট।
  • আজ ত্রৈমাসিকের রেজাল্ট বেরিয়েছে মাইসোর পেপার মিলসের।
  • ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এসআরএফ ও অবন্তী ফিডস।
  • আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে নুভোকো ভিস্তাস কর্পোরেশন, আরআর কেবেল ও AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের শেয়ারের দাম।

*১৮ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।