AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honda: বাইকে করে অফিস যান? এবার চাঁদে যাওয়ারও ব্যবস্থা করল হন্ডা

Honda: শুধু স্থলপথে নয় এবার থেকে কিন্তু হন্ডার যানে চড়ে আপনি সোজা চলে যেতে পারবেন মহাশূন্যে। কি, বিশ্বাস হচ্ছে না? শুনে অবাক লাগছে? বিষয়টা কিন্তু ষোলো আনা সত্যি।

Honda: বাইকে করে অফিস যান? এবার চাঁদে যাওয়ারও ব্যবস্থা করল হন্ডা
| Updated on: Jun 24, 2025 | 3:30 PM
Share

হন্ডা এই নামটা শুনলেই আমাদের প্রথম যেটা মনে পড়ে তা হল বাইক বা গাড়ি প্রস্তুকারী সংস্থার কথা। তবে শুধু স্থলপথে নয় এবার থেকে কিন্তু হন্ডার যানে চড়ে আপনি সোজা চলে যেতে পারবেন মহাশূন্যে। কি, বিশ্বাস হচ্ছে না? শুনে অবাক লাগছে? বিষয়টা কিন্তু ষোলো আনা সত্যি।

১৭ জুন হন্ডা জানিয়েছে তাঁরা পরীক্ষামূলক ভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেটের উৎক্ষেপণ এবং অবতরণ সফলভাবে সম্পন্ন করেছে। এর আগে পুনর্ব্যবহারযোগ্য রকেট নির্মাণের সেক্টরে উল্লেখযোগ্য নাম ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। তবে স্পেসএক্সের ফ্যালকন ৯-এর তুলনায়, হন্ডার রকেটটি বেশ ছোট। দৈর্ঘ্যে ৬.৩ মিটার। শুষ্ক অবস্থায় এর ওজন ৯০০ কেজি এবং ভেজা অবস্থায় ওজন ১,৩১২ কেজি। রকেটটি ৩০০ মিটার উচ্চতায় পৌঁছোতে পেরেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে, হন্ডা জানিয়েছে যে উৎক্ষেপণ এবং অবতরণ পরীক্ষাটি রকেট পুনঃব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলি প্রদর্শনের লক্ষ্যে করা হয়েছে।

এই রকেট প্রযুক্তি কীভাবে বাণিজ্যিকীকরণ করবে এবং বুস্টারগুলি কীসের জন্য ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট করেনি হন্ডা। ২০২৯ সালের মধ্যে সাবঅরবিটাল উৎক্ষেপণের কাজ শেষ করবে বলে জানিয়েছে তাঁরা।

হন্ডা জানিয়েছে তাঁদের নবনির্মিত এই রকেট চরম আবহাওয়ার উপর নজর রাখতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পরীক্ষা করতে এবং স্যাটেলাইট কনস্টিলেশন উৎক্ষেপণের জন্য ব্যবহার করা যাবে ভবিষ্যতে।

সবচেয়ে বড় বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের বাইরে কোনও কোম্পানি এই প্রথমবারের মতো পুনঃব্যবহারযোগ্য রকেটের সফল পরীক্ষা করল। কয়েক দশক ধরে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করে আসা অন্যান্য মহাকাশ কোম্পানি এবং স্টার্টআপের তুলনায়, হন্ডা বাজারে বেশ নতুন। সাম্প্রতিক উৎক্ষেপণের ফলে হন্ডা স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এই মুহূর্তে এই সংস্থাগুলি পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর জন্য পুনঃব্যবহারযোগ্য রকেটের সফল পরীক্ষা চালিয়েছে।