Indian Army-র ট্রাক থামাল Kolkata Police, কী কী ধরনের ট্রাক রয়েছে ভারতীয় সেনার হাতে, জানেন কি?
Kolkata Police, Indian Army: কলকাতা পুলিশ যে ট্রাকটি আটকেছে সেটি Tata Motors-এর LPTA 715 মডেলের। কিন্তু ভারতীয় সেনার হাতে কী কী ধরনের ট্রাক রয়েছে তা জানেন কি?

পুজোর মাসের প্রথম দিনেই কলকাতা দেখেছিল সেনার সঙ্গে রাজ্যের শাসক দলের এক অদ্ভূত সংঘাত। ১ সেপ্টেম্বর মেয়ো রোডের উপর থাকা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনা। আর আজ সেনার ট্রাক আটকে দিল কলকাতা পুলিশ। আর এতেই তোলপাড় রাজ্য-রাজনীতি। কলকাতা পুলিশ যে ট্রাকটি আটকেছে সেটি Tata Motors-এর LPTA 715 মডেলের। কিন্তু ভারতীয় সেনার হাতে কী কী ধরনের ট্রাক রয়েছে তা জানেন কি?
ভারতীয় সেনার প্রধান ভরসা হল Ashok Leyland-এর Stallion Series। বিশেষত Stallion Mk-4, যা -৪০ ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে ৫০ ডিগ্রির দুর্দান্ত গরমেও স্বচ্ছন্দে চলে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় এই ট্রাকের ভূমিকা মনে রেখেছে ইতিহাস। এ ছাড়াও Super Stallion 6×6 ও Super Stallion 8×8-এর মতো ট্রাক ব্যবহৃত হয় ভারী অস্ত্র পরিবহনে। এ ছাড়াও আর্টিলারি টো করার জন্য রয়েছে FAT 6×6।
Tata Motors-এর তৈরি ট্রাকও রয়েছে সেনার কাছে। LPTA 715/713 ছোট থেকে মাঝারি কাজের জন্য ব্যবহৃত হয়, আর LPTA 2038 ও 5252 12×12 ব্যবহার করা হয় মিসাইল পরিবহনের কাজে। এমনকি টাটার তৈরি 4×4 MPV সশস্ত্র জওয়ান নিয়ে যেতেও ব্যবহার করা হয়।
এক সময় BEML Tatra T815 ভারতীয় সেনা বাহিনীর ভারী অস্ত্রশস্ত্র পরিবহন করত। যদিও তা বয়সের ভারে ন্যুব্জ হয়েছে। ও ধীরে ধীরে অবসরে পাঠানো হচ্ছে এই ট্রাকগুলোকে। এরপর রয়েছে BharatBenz 3123, যা নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তির জন্য সেনার আস্থার জায়গা তৈরি করছে।
